নয়া দিল্লি: কয়েকদিন আগেই ‘লারসেন অ্যান্ড টুব্রো’ (এলএন্ডটি)-র কর্তার বক্তব্য শিরোনামে এসেছিল। এবার সেই সংস্থাই বড় ধাক্কা খেল। ভারতীয় নৌবাহিনীর ছ’টি স্টিলথ সাবমেরিন সরবরাহের জন্য চুক্তির দরপত্র বাতিল করা হয়েছে। নির্ধারিত নীতি না মানায় এই সিদ্ধান্ত নিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক।
ফিল্ড ট্রায়ালের পর প্রতিযোগিতা থেকে বাদ পড়েছে সংস্থাটি। জার্মান প্রতিরক্ষা সংস্থা থাইসেনক্রুপ মেরিন সিস্টেমস (টিকেএমএস) এবং মাজাগন ডক শিপবিল্ডার্স লিমিটেড (এমডিএল) এই চুক্তি করেছে। প্রতিরক্ষা মন্ত্রক আগামী কয়েক মাসের মধ্যে ‘প্রজেক্ট ৭৫ ইন্ডিয়া’ (P75-I)-র বিজয়ীর নাম ঘোষণা করবে। এই প্রকল্পের আওতায় ছ’টি সাবমেরিন তৈরি করা হবে। ছটি সাবমেরিনের জন্য মোট ৭০,০০০ কোটি টাকার টেন্ডার দেওয়া হচ্ছে। এলএন্ডটিও দরপত্র দিয়েছিল। তবে প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে যে ওই সংস্থা শর্তাবলী মেনে চলেনি।
ভারতীয় নৌবাহিনী প্রজেক্ট ৭৫ ইন্ডিয়ার অধীনে ছ’টি সাবমেরিন কিনতে চায় যা তিন সপ্তাহ ধরে জলের নীচে থাকার ক্ষমতা রাখে। ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত একটি প্রতিবেদন অনুসারে, প্রথম সাবমেরিনটি ২০৩২ সালের মধ্যে সরবরাহ করা হবে বলে আশা করা হচ্ছে।