Aadhaar Card হারিয়ে গিয়েছে? সহজেই নম্বর উদ্ধার করার পদ্ধতি জেনে নিন
Aadhaar Card Update: আধারের নিয়ামক সংস্থা, ইউআইডিএআই(UIDAI)-র পোর্টাল থেকে সহজেই হারিয়ে যাওয়া বা ভুলে যাওয়া আধার কার্ডের নম্বর পেতে পারেন।

নয়া দিল্লি: যে কোনও গুরুত্বপূর্ণ কাজেই দরকার আধার নম্বর (Aadhaar Number)। জন্ম থেকে মৃত্যু, সব জায়গাতেই আধার কার্ড (Aadhaar Card) প্রয়োজন। ১২ সংখ্যার ইউনিক আইডেন্টিফিকেশন নম্বরেই থাকে বায়োমেট্রিক ও ডেমোগ্রাফিক ডেটা। তাই আধার কার্ডের গুরুত্ব কতটা, তা বলার প্রয়োজন রাখে না। আধার কার্ড হারিয়ে গেলে আপনি যেমন চরম সমস্যায় পড়তে পারেন, তেমনই আপনার আধার কার্ড ব্যবহার করে বড় অপরাধও হতে পারে। যদি আধার কার্ড হারিয়ে যায় বা আধার নম্বর ভুলে যান, তবে তা ফেরত পাবেন কী করে জানেন?
আধারের নিয়ামক সংস্থা, ইউআইডিএআই(UIDAI)-র পোর্টাল থেকে সহজেই হারিয়ে যাওয়া বা ভুলে যাওয়া আধার কার্ডের নম্বর পেতে পারেন।
- এর জন্য প্রথমেই ইউআইডিএআই-র অফিসিয়াল ওয়েবসাইটের এই লিঙ্কে ক্লিক করতে হবে। লিঙ্কটি হল- https://myaadhaar.uidai.gov.in/retrieve-eid-uid
- এরপরের ধাপে আধার কার্ড উদ্ধার করতে চান, এই অপশনে ক্লিক করতে হবে।
- এবার আধার কার্ডে থাকা নাম, মোবাইল নম্বর দিতে হবে।
- ক্যাপচা বসিয়ে একটি ওটিপি আসবে।
- সেটি বসালেই আধার নম্বর পাওয়া যাবে।
যদি মোবাইল নম্বর বা ইমেইল আধার কার্ডের সঙ্গে লিঙ্ক না করা থাকে, তবে আধার এনরোলমেন্ট সেন্টারে গিয়ে নাম, ফোন নম্বর, ঠিকানা সহ প্রয়োজনীয় তথ্য দিয়ে এবং বায়োমেট্র্রিক অথেনটিকেশন করে আধার কার্ড পাওয়া যেতে পারে।
এছাড়া আধার কার্ড হারিয়ে গেলে ইউআইডিএআই-র হেল্পলাইন নম্বর ১৯৪৭- এ ফোন করেও আধার কার্ড ফেরত পাওয়া যেতে পারে।

