LPG price: মঙ্গলবার থেকে ৫০ টাকা বাড়ছে রান্নার গ্যাসের দাম
LPG price: কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী রান্নার গ্যাসের দাম বাড়ার কথা ঘোষণা করেন। তবে ২-৩ সপ্তাহ অন্তর রান্নার গ্যাসের দাম পর্যালোচনা করা হবে বলে আশ্বাস দেন তিনি।

নয়াদিল্লি: দাম বাড়ছে রান্নার গ্যাসের। আগামিকাল (মঙ্গলবার) থেকেই সিলিন্ডার পিছু ৫০ টাকা বাড়ছে রান্নার গ্যাসের দাম। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্প এবং সাধারণ ক্যাটেগরির গ্রাহকদের রান্নার গ্যাসের দাম বাড়ছে। সোমবার কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী রান্নার গ্যাসের দাম বাড়ার কথা ঘোষণা করেন।
দিল্লিতে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় রান্নার গ্যাসের দাম বেড়ে হচ্ছে ৫৫৩ টাকা। আর সাধারণ ক্যাটেগরির গ্রাহকদের ক্ষেত্রে রান্নার গ্যাসের দাম ৮০৩ টাকা থেকে বেড়ে হচ্ছে ৮৫৩ টাকা। এতদিন কলকাতায় সাধারণ গৃহস্থের বাড়িতে রান্নার গ্যাসের দাম ছিল ৮২৯ টাকা। এবার তা বেড়ে ৮৭৯ টাকা হচ্ছে। তবে ভবিষ্যতে দাম কমার সম্ভাবনাও রয়েছে। হরদীপ সিং পুরী এদিন সাংবাদিক বৈঠকে জানান, ২-৩ সপ্তাহ অন্তর রান্নার গ্যাসের দাম পর্যালোচনা করা হবে।
২০২৩ সালের অগস্টে রান্নার গ্যাসের দাম ২০০ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র। ফলে কলকাতায় এক ধাক্কায় সাধারণ গৃহস্থের রান্নার গ্যাসের দাম ১১২৯ টাকা থেকে কমে হয়েছিল ৯২৯ টাকা। এরপর গত বছরের মার্চে রান্নার গ্যাসের দাম ১০০ টাকা কমানো হয়। যার ফলে কলকাতায় রান্নার গ্যাসের দাম কমে হয়েছিল ৮২৯ টাকা। এক বছর সাধারণ ক্যাটেগরির রান্নার গ্যাসের দাম অপরবর্তিত থেকেছে। এবার সিলিন্ডার পিছু ৫০ টাকা করে দাম বাড়ছে।
এই খবরটিও পড়ুন




অন্যদিকে, গত সপ্তাহে বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ৪১ টাকা কমেছে। এর ফলে লাভবান হয়েছে রেস্তরাঁ, হোটেলগুলি।
এদিন আবার পেট্রোল, ডিজেলে লিটার পিছু ২ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। তবে এর জেরে তেলের দাম বাড়বে না বলে আশ্বাস দিয়েছে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক ও রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি।





