McDonald’s: দেশ জুড়ে ৫০০০ লোক নিয়োগ করছে McDonalds, কীভাবে আবেদন করবেন জানুন
McDonald's: সব সমস্যাকে পেছনে ফেলে ব্যবসা বাড়ানোর দিকে মনোযোগ দিচ্ছে এই সংস্থা।
বিশ্বের একাধিক সংস্থায় চলছে ছাঁটাই। ফেসবুক, টুইটারের মতো সংস্থাতেও গত কয়েক মাসে অনেকের চাকরি গিয়েছে। এই পরিস্থিতির মধ্যে সুখবর শোনাল জনপ্রিয় ফুড চেন ম্যাকডোনাল্ড। অন্তত ৫ হাজার কর্মী নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। সেই সব কর্মীদের পূর্ব কাজের কোনও অভিজ্ঞতা না থাকলেও চলবে। ভারতে একাধিক নতুন স্টোর খুলতে চলেছে এই সংস্থা, সেই কারণেই বাড়ানো হচ্ছে নিয়োগ।
উত্তর-পূর্ব ভারতে মোট ৩০০ টি স্টোর খোলা হচ্ছে। গত সোমবারই গুয়াহাটিতে আকারে সবথেকে বড় স্টোর খুলেছে এই সংস্থা। ৬ হাজার ৭০০ স্কোয়্যার ফুটের ওই স্টোর খোলা হয়েছে। একসঙ্গে ওই স্টোরে বসতে পারবেন অন্তত ২২০ জন ক্রেতা।
শুধু অসম নয়, জানা গিয়েছে উত্তর-পূর্বে দ্বিগুন হতে চলেছে আউটলেটের সংখ্য়া। বর্তমানে উত্তর-পূর্ব ভারতে মোট স্টোরের সংখ্যা ১৫৬। সংস্থার ম্যানেজিং ডিরেক্টর রাজীব রঞ্জন জানিয়েছেন, ৫০০০ লোককে নিয়োগ করা হবে। তিন বছরে দ্বিগুন হবে সংস্থার কর্মী সংখ্যা।
ম্যাকডোনাল্ডের পুরনো সঙ্গীদের সঙ্গে যে আইনি সমস্যা চলছে, তা সম্পর্কে রাজীবের কাছে জানতে চান সাংবাদিকরা। তিনি সাফ জানান, সব সমস্যাকে পেছনে ফেলে ব্যবসা বাড়ানোর দিকে মনোযোগ দিচ্ছে এই সংস্থা।
কোন যোগ্যতায় পাওয়া যাবে চাকরি?
১. সব রকমের কাজ করতে জানতে হবে। ২, ক্রেতাদের সঙ্গে ভালভাবে কথা বলতে হবে।
কীভাবে আবেদন করবেন?
১. আপনার কাছের একটি ম্যাকডোনাল্ড ২. স্টোরে গিয়ে আবেদন জানাতে হবে। ৩. সঠিকভাবে ফর্ম ফিল আপ করতে হবে। ৪. অনলাইনে ম্যানেজারের কাছে সেই আবেদন পত্র জমা দিতে হবে। ৫. সব শেষে ইন্টারভিউ দিতে হবে।