২০২৪-এ কেমন ছিল মিউচুয়াল ফান্ডের হালচাল, কোন ফান্ডে কত লাভ হল জানেন?
Mutual Fund: অ্যাসোসিয়েশন অব মিউচুয়াল ফান্ডস ইন ইন্ডিয়া-র তথ্য অনুযায়ী, ১৭৪টি ওপেন এন্ডেড স্কিম যোগ হয়েছে ২০২৪-এ। এই নিয়ে মোট সংখ্যা ১৫৫২-এ পৌঁছেছে।
মুম্বই: বছর শেষলগ্নে দাঁড়িয়ে সকলেই হিসাব কষতে বসেছেন যে বছরটা কেমন গেল। সেই হিসাব কষতে গিয়েই দেখা যাচ্ছে, এই বছরটা বিনিয়োগকারীদের জন্য ভালই গিয়েছে। বিশেষ করে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগকারীদের জন্য। ২০২৪ সালে মিউচুয়াল ফান্ড ৫.১৩ কোটি ফোলিও যোগ করেছে। এই নিয়ে মোট ফোলিও-র সংখ্য়া ২২.০২ কোটিতে পৌঁছেছে, যা জানুয়ারিতেই ১৬.৮৯ কোটি ছিল।
অ্যাসোসিয়েশন অব মিউচুয়াল ফান্ডস ইন ইন্ডিয়া-র তথ্য অনুযায়ী, ১৭৪টি ওপেন এন্ডেড স্কিম যোগ হয়েছে ২০২৪-এ। এই নিয়ে মোট সংখ্যা ১৫৫২-এ পৌঁছেছে। দেখা গিয়েছে, ইকুয়িটি মিউচুয়াল ফান্ড সবথেকে বেশি সংখ্যক ফোলিও যোগ করেছে। ৩০ নভেম্বরের তথ্য অনুযায়ী, ১৫.৪১ কোটি ফোলিও যোগ হয়েছে।
ইক্যুয়িটি মিউচুয়াল ফান্ডের ১১টি ক্যাটেগরির মধ্যে সেক্টোরাল ও থিমাটিক ফান্ডে সবথেকে বেশি ফোলিও যোগ হয়েছে, প্রায় ১.২৮ কোটি। এর ফলে মোট ফোলিও-র সংখ্য়া ২.৮৯ কোটিতে পৌঁছেছে। চলতি বছরে ৪০টি নতুন সেক্টোরাল ও থেমাটিক স্কিম চালু হয়েছে।
এরপরেই সবথেকে বেশি লাভ হয়েছে মিড ক্য়াপ ও স্মল ক্য়াপ ফান্ডে। জানুয়ারি থেকে নভেম্বরের মধ্যে মিড ক্যাপ ও স্মল ক্য়াপ যথাক্রমে ৫৬.৪০ লাখ এবং ৫৬.২৪ লাখ ফোলিও যোগ হয়েছে। ডিভিডেন্ট ইল্ড ফান্ডে ৩.২০ লাখ ফোলিও যোগ হয়েছে। ফোকাসড ফান্ডে সবথেকে কম ফোলিও যোগ হবে।
অন্যান্য স্কিমের মধ্যে ইনডেক্স ফান্ড, গোল্ড ইটিএফ ও অন্যান্য ইটিএফ থেকে ১.১৭ কোটি ফোলিও যোগ হয়েছে।