Train Ticket Booking: Waiting List কেন সরাসরি Confirm না হয়ে RAC হয়, জানেন

RAC Ticket: আরএসি বা RAC (Reservation Against Cancellation) টিকিটের এক বিশেষ অবস্থা। এই আরএসি টিকিটে নিশ্চিত আসন বরাদ্দ করেন না রেল। তবে আরএসি টিকিট থাকলে কোনও ব্যক্তি নির্দিষ্ট কামরায় উঠতে পারেন। তবে এই ধরনের টিকিটে একটি আসন পুরোপুরি ভাবে তাঁর জন্য বরাদ্দ করা হয় না।

Train Ticket Booking: Waiting List কেন সরাসরি Confirm না হয়ে RAC হয়, জানেন
Follow Us:
| Edited By: | Updated on: May 08, 2023 | 8:15 AM

নয়াদিল্লি: ভারতীয় রেলের বিভিন্ন এক্সপ্রেস, সুপারফাস্ট ট্রেনের সংরক্ষিত কামরায় যাত্রা করতে গেলে আসন সংরক্ষণ (Ticket Reservation) করতে হয়। আসন সংরক্ষণ নিশ্চিত হলে রেলের তরফে যাত্রার জন্য নির্দিষ্টি কামরায় নির্দিষ্ট আসন দেওয়া হয়। কিন্তু সব সময় নিশ্চিত আসন পাওয়া যায় না। অনেকের নাম ওয়েটিং লিস্টে থাকে। কেউ কেউ আরএসি (RAC) টিকিট পেয়ে থাকেন। এই আরএসি টিকিকের অর্থ কী? আরএসি টিকিটের সঙ্গে সাধারণ সংরক্ষিত টিকিট (Confirmed Ticket) আসনের ফারাকই বা কোথায়? কী ভাবে আরএসি টিকিট দেওয়া হয়? এ সবই টিভি৯ বাংলা তুলে ধরল এই প্রতিবেদনে।

আরএসি বা RAC (Reservation Against Cancellation) টিকিটের এক বিশেষ অবস্থা। এই আরএসি টিকিটে নিশ্চিত আসন বরাদ্দ করেন না রেল। তবে আরএসি টিকিট থাকলে কোনও ব্যক্তি নির্দিষ্ট কামরায় উঠতে পারেন। তবে এই ধরনের টিকিটে একটি আসন পুরোপুরি ভাবে তাঁর জন্য বরাদ্দ করা হয় না। সাধারণত একটি আসনে ২ জন আরএসি টিকিট হোল্ডার থাকেন। তবে ওই আসনে বসে যাত্রা করতে পারবেন তিনি।

ধরুন, কোনও ট্রেনের কামরায় ১০০টি আসন আছে। ওই কামরার প্রথম ৮০টি আসন কনফার্ম টিকিট হিসাবে দেওয়া হল। বাকি ২০টি আসনের জন্য ৪০টি আরএসি টিকিট দেওয়া হল। অর্থাৎ ওই ২০টি আসনকে ৪০ জনের মধ্যে ভাগাভাগি করে দেওয়া হল। ৮০ জন কনফার্ম টিকিট পাওয়ার পর বাকি ৪০ জন আরএসি টিকিট পাবেন।

তবে এই আরএসি টিকিট ওয়েটিং লিস্টের (Waiting List) থেকে সুবিধাজনক। ধরুন, আপনি কোনও ট্রেনের আরএসি টিকিট পেয়েছেন। ওই ট্রেনে যাঁরা কনফার্ম টিকিট পেয়েছিলেন, তাঁদের মধ্যে কেউ বা কারা তা বাতিল করলেন। তখন আপনার আরএসি টিকিট কনফার্ম হয়ে যাবে। আপনার জন্য নির্দিষ্ট আসন বরাদ্দ হবে। অনেক ক্ষেত্রে ট্রেনের মধ্যে আসন ফাঁকা থাকলে টিটিই আরএসি টিকিট আপগ্রেড করে নির্দিষ্ট আসন বরাদ্দ করে দেন। আবার কনফার্ম টিকিট বাতিল করলে আপনার ওয়েটিং লিস্টে থাকা টিকিট  আরএসি হয়ে যাবে।