Mobile Subscriber: ১.২৮ কোটি মোবাইল গ্রাহক কমল ডিসেম্বরে, একা জিওর কমেছে ১.২৯ কোটি
Mobile Subscriber: টেলিফোন বিশেষজ্ঞদের এটাও বক্তব্য যে জিও বড় মাত্রায় নিষ্ক্রিয় সাবস্ক্রাইবারদের সরিয়ে দিয়েছে। এই কারণেও তাদের মোবাইল কানেকশন ব্যবহারকারীদের সংখ্যা কমেছে।
নয়া দিল্লি: টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা ট্রাইয়ের হিসেব অনুযায়ী, ডিসেম্বর মাসে ভারতে মোবাইল গ্রাহকের সংখ্যা ১.২৮ কোটি কমেছে। ডিসেম্বরে ভোডাভোন আইডিয়া ছাড়াও রিলায়েন্স জিওর গ্রাহক সংখ্যাও কমেছে। তবে এয়ারটেলের গ্রাহক সংখ্যা বেড়েছে। ট্রাইয়ের পরিসংখ্যান অনুযায়ী, রিলায়েন্স জিও প্রায় ১.২৯ কোটি গ্রাহক হারিয়েছে। অন্যদিকে ভোডাফোন আইডিয়া ডিসেম্বর ২০২১এ হারিয়েছে ১৬.১৪ লাখ মোবাইল গ্রাহক। এছাড়া এই দুই কোম্পানির বিপরীতে এয়ারটেলের গ্রাহক সংখ্যা বেড়েছে ৪.৭৫ লাখ। গ্রাহক সংখ্যা কমার পর জিওর গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ৪১.৫৭ কোটি। ভোডাফোন আইডিয়ার কাছে বর্তমানে রয়েছে ২৬.৫৫ কোটি গ্রাহক। অন্যদিকে সামান্য বাড়ার পর এয়ারটেলের গ্রাহক সংখ্যা হয়েছে ৩৩.৫৭ কোটি।
মোবাইল ব্যবহারকারীদের ব্যাপারে ডিসেম্বর মাসে ভারত সঞ্চার নিগল লিমিটেড অর্থাৎ বিএসএনএল ভাগ্য সুপ্রসন্ন থেকেছে। বিএসএনএল ডিসেম্বর মাসে নতুন করে ১১ লাখ ইউজার পেয়েছে। টেলিকম বিশেষজ্ঞদের বক্তব্য, বেসরকারি কোম্পানিগুলি গত কিছুদিন আগে মোবাইলের টেরিফ বাড়িয়েছিল। এই কারণে কম টেরিফ ব্যবহারকারীরা নিজেদের কোম্পানি পরিবর্তন করেছে।
বিএসএনলের মার্কেট শেয়ার ৯.৯০ শতাংশ
বেশিরভাগ ইউজার বিএসএনএল পরিষেবা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। শেয়ারের কথা ধরা হলে বর্তমানে মোট মোবাইল ব্যবহারকারীদের মধ্যে জিওর ৩৬ শতাংশ, ভারতী এয়ারটেলের ৩০.৮১ শতাংশ, ভোডাফোন আইডিয়ার ২৩ শতাংশ, বিএসএনএলের ৯.৯০ শতাংশ এবং এমটিএনএলের ০.২৮ শতাংশ শেয়ার রয়েছে।
নিষ্ক্রিয় ব্যবহারকারীদের সরিয়েছে জিও
টেলিফোন বিশেষজ্ঞদের এটাও বক্তব্য যে জিও বড় মাত্রায় নিষ্ক্রিয় সাবস্ক্রাইবারদের সরিয়ে দিয়েছে। এই কারণেও তাদের মোবাইল কানেকশন ব্যবহারকারীদের সংখ্যা কমেছে। তবে এতে জিওর ভিএলআর রেশিও উন্নত হবে। এটি সক্রিয় ব্যবহারকারীদের রেশিও যাতে রেভেনিউ ক্যালকুলেশন ভালভাবে হয়।
ভিএলআর রেশিও হয়েছে উন্নত
ভিএলআর রেশিওর ব্যাপারে এয়ারটেল শীর্ষে রয়েছে। এয়ারটেলের এই রেশিও ৯৮.০১ শতাংশ। অন্যদিকে জিওর ৮৭.৬৪ শতাংশ, ভোডাফোন আইডিয়ার ৮৬.৪২ শতাংশ এবং বিএসএনএলের ৫০.৩২ শতাংশ রেশিও রয়েছে।
মোবাইল টেরিফ এই বছরও বাড়ার সম্ভাবনা
নভেম্বর ২০২১ এ এয়ারটেল, জিও আর ভোডাফোন আইডিয়া মোবাইল টেরিফ বাড়িয়েছিল। আলাদা আলাদা রিচার্জের দাম ২৫-৪০ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছিল। টেলিকম অপারেটর নিজেদের গড় রেভেনিউর উপর ইউজার বা এআরপিইউ বাড়ানো নিয়ে এই সিদ্ধান্ত নিয়েছিল। মনে করা হচ্ছে যে এই বছরও মোবাইল টেরিফে ২০-২৫ শতাংশ বৃদ্ধি হবে। এখন ভারতীয় টেলিকম ক্ষেত্রের গড় এআরপিউ ২ ডলার, যা বাড়িয়ে ৪ ডলার প্রতি ইউজার নিয়ে যেকে হবে। আমরা জানি যে টেলিকম ক্ষেত্ ২জি থেকে ৪জির দিকে পরিবর্তিত হচ্ছে। এর জন্য প্রয়োজনীয় পরিকাঠামো ডেভলপমেন্টের জন্য এপিআরইউ বাড়ানো জরুরী।
আরও পড়ুন: GST: অতিথি অধ্যাপক আর জিম ট্রেনারদের উপর চলবে কাঁচি, আয়ের উপর চাপবে জিএসটির বোঝা