AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

লাইসেন্স পেয়েছে Elon Musk-এর Starlink, বাজারে আসার আগেই আসল খেলা খেলে দিল Mukesh Ambani-র Jio

Mukesh Ambani's Jio Vs Elon Musk's Starlink: স্টারলিঙ্ককে টক্কর দিতে নতুন পরিকল্পনা মুকেশ অম্বানির রিলায়েন্স জিওর। তারা বাজারে লঞ্চ করলে নতুন এক প্রোডাক্ট।

লাইসেন্স পেয়েছে Elon Musk-এর Starlink, বাজারে আসার আগেই আসল খেলা খেলে দিল Mukesh Ambani-র Jio
| Updated on: Jun 29, 2025 | 4:05 PM
Share

কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই ভারতে ব্যবসা শুরু করার লাইসেন্স দিয়েছে ইলন মাস্কের স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা প্রদানকারী সংস্থা স্টারলিঙ্ককে। তবে, বাজারে নামতে আরও কিছুটা সময় লাগবে তাদের। আর এই সময়েই স্টারলিঙ্ককে টক্কর দিতে নতুন পরিকল্পনা মুকেশ অম্বানির রিলায়েন্স জিওর। তারা বাজারে লঞ্চ করলে নতুন এক প্রোডাক্ট।

জানা যাচ্ছে, ইতিমধ্যে জিও তাদের ওয়াইফাই সিক্স রাউটার লঞ্চ করেছে। Jio AX6000 Universal Router-এর দাম তারা করেছে ৬ হাজার টাকার মধ্যে। ওয়াইফাই সিক্স রাউটার আসলে অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি রাউটার। যা ব্যবহার করে আরও দ্রুত আপলোড ও ডাউনলোড করা যাবে। এ ছাড়াও অন্যান্য রাউটারের তুলনায় অনেক বেশি ক্ষমতাসম্পন্ন এই রাউটার।

স্টারলিঙ্কের ফাস্ট ইন্টারনেট সার্ভিসকে মাত দিতে এই নয়া রাউটার লঞ্চ করেছে জিও, জানা যাচ্ছে এমনটাই। এ ছাড়াও জিও এই রাউটারে একসঙ্গে ১০০টি ডিভাইস কানেক্ট করা যাবে বলেও জানা গিয়েছে। জিও দাবি করেছে এই রাউটারের মাধ্যমে প্রত্যেক ব্যবহারকারী অনেক বেশি পরিমাণ ডেটা ব্যবহার করতে পারবেন। আর তাতে কারোরই স্পিড নিয়ে কোনও সমস্যা হবে না।

এই রাউটারে তার আগের সব রাউটারের মতোই ২.৪ গিগাহার্জ ও ৫ গিগাহার্জ দুটি ব্যান্ডই ব্যবহার করতে পারবে। এ ছাড়াও এই রাউটারে রয়েছে পাসওয়ার্ড প্রোটেকশনের বিশেষ ব্যবস্থাও। আর বাড়ি হোক বা অফিস, ল্যান-বিহীন এই রাউটার ব্যবহারকারীদের সর্বোচ্চ ৬ Gbps স্পিড দেবে।