Mukesh Ambani-র মাস্টারস্ট্রোক, ভারতে এবার দাম কমবে Petrol, Diesel-এর?
Petrol, Diesel Price: একাধিক সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী রাশিয়ান তেল জায়ান্ট রোজনেফট আলোচনায় বসতে চলেছে রিলায়েন্সের সঙ্গে। আর এই খবর সত্যি হলে, তা দুই সংস্থার জন্যই ভাল খবর।

তেল শোধনকারী ও প্রায় ৬ হাজার ৭৫০ পেট্রোল পাম্প পরিচালনকারী সংস্থা নায়রা এনার্জি এবার বিক্রি হয়ে যেতে পারে। ভারতে বছরে ২ কোটি টন তেল শোধন করে এই সংস্থা। এই সংস্থায় ৪৯.১৩ শতাংশ অংশীদারী রয়েছে রাশিয়ান তেল সংস্থা রোজনেফট অয়েল কোম্পানির। তাদের সেই মালিকানাই এবার বিক্রি করে দিতে পারে তারা। আর তা নিয়েই এবার আলোচনায় বসতে পারে মুকেশ অম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ।
একাধিক সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী রাশিয়ান তেল জায়ান্ট রোজনেফট আলোচনায় বসতে চলেছে রিলায়েন্সের সঙ্গে। আর এই খবর সত্যি হলে, তা দুই সংস্থার জন্যই ভাল খবর। কারণ, ইউরোপ ও আমেরিকার নিষেধাজ্ঞা থাকায় ভারতে কাজ করতে বেশ চাপে পড়ছে এই সংস্থা। ফলে, ভারত থেকে তারা তাদের লভ্যাংশ নিজেদের দেশে নিয়ে যেতে পারছে না। আর সেই কারণেই ভারতের এই সংস্থায় থাকা তাঁদের অংশীদারীত্ব বিক্রি করে দিতে চাইছে তারা।
উল্লেখ্য, নায়ারা এনার্জি নিয়ে রিলায়েন্সের সঙ্গে প্রাথমিক পর্যায়ের আলোচনা হয়েছে আপাতত। সূত্রের খবর, রোজনেফট নাকি এই সংস্থার ভ্যালুয়েশন এক ধাক্কায় ১৭ বিলিয়ন ডলারে নামিয়ে দিয়েছে। তবে, আরও আলোচনা করতে চাইছে মুকেশ অম্বানির সংস্থা। যদিও এই প্রসঙ্গে রোজনেফট এখনও কোনও বিবৃতি জারি করেনি। তবে এই চুক্তি হলে দীর্ঘমেয়াদে ভারতে তেলের দাম একটু সস্তা হলেও হতে পারে, মনে করছে বিশেষজ্ঞ মহল।
