Stock Market: কত কোটি বাঙালি শেয়ার মার্কেটে ইনভেস্ট করে জানেন?
Stock Market: মূলত পাঁচটি রাজ্য থেকেই প্রায় ৫০ শতাংশ স্টক মার্কেট অ্যাকাউন্ট খোলা হয়েছে। তালিকার সবচেয়ে উপরে আছে মহারাষ্ট্র। মহারাষ্ট্রে ৩.৬ কোটি অ্যাকাউন্ট খোলা হয়েছে।
ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ অব ইন্ডিয়ার মাথায় নতুন পালক। চলতি বছরের অক্টোবর মাসেই ন্যাশানাল স্টক এক্সচেঞ্জের অ্যাকাউন্ট ছাড়িয়েছে ২০ কোটির গন্ডি। যার মধ্যে আবার মাত্র শেষ আট মাসে ৩.১ কোটি অ্যাকাউন্ট বৃদ্ধি পেয়েছে, যা বাস্তবে স্টক মার্কেটে ভারতীয় বিনিয়োগকারীদের ক্রমবর্ধমান অংশগ্রহণকেই নির্দেশ করে।
মূলত পাঁচটি রাজ্য থেকেই প্রায় ৫০ শতাংশ স্টক মার্কেট অ্যাকাউন্ট খোলা হয়েছে। তালিকার সবচেয়ে উপরে আছে মহারাষ্ট্র। মহারাষ্ট্রে ৩.৬ কোটি অ্যাকাউন্ট খোলা হয়েছে। উত্তর প্রদেশে খোলা হয়েছে ২.২ কোটি অ্যাকাউন্ট, গুজরাটে অ্যাকাউন্ট রয়েছে ১.৮ কোটি, রাজস্থান এবং পশ্চিমবঙ্গ প্রায় 1.2 কোটি স্টক মার্কেট অ্যাকাউন্ট রয়েছে।
ইউনিক রেজিস্টারড ইনভেস্টের বেস ছুঁয়েছে ১০.৫ কোটির গন্ডি, গত ৮ অগস্ট, ২০২৪-এ ১০ কোটির গন্ডি অতিক্রম করেছে। বিনিয়োগকারীদের এই অংশগ্রহণের হার বৃদ্ধি পাওয়া ইক্যুইটি বাজারে ক্রমবর্ধমান আগ্রহ এবং ভারতীয়দের মধ্যে অর্থনীতি সম্পর্কে আরও বেশি ওয়াকিবহাল হওয়ার বিষয়টিকে নির্দেশ করে।
এই খবরটিও পড়ুন
শ্রীরাম কৃষ্ণান, চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ জানিয়েছেন, এই ব্যতিক্রমী বৃদ্ধি ডিজিটাল রূপান্তর এবং প্রযুক্তিগত উদ্ভাবনের দ্বারা চালিত ভারতের অর্থনৈতিক বৃদ্ধির প্রতি বিনিয়োগকারীদের দৃঢ় আস্থাকে নির্দেশ করে। কেওয়াইসি, অর্থনীতি সম্পর্কে ওয়াকিবহাল থাকা, টেকসই এবং ইতিবাচক বাজারের অনুভূতির ফল এই বৃদ্ধি যা প্রতিফলিত হয়েছে ইক্যুইটি, ETF, REITs, InvITs এবং বিভিন্ন বন্ড সহ নানা বিনিয়োগ মাধ্যম জুড়েই।