AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Contai Cooperative Bank: পকেটে ১৩৫০ কোটির ডিপোজিট! এবার পূর্ণ ব্যাঙ্কের তকমা পাচ্ছে কাঁথি সমবায় ব্যাঙ্ক? RBI গভর্নরের মিটিংয়ে যোগ দিতে মুম্বই পাড়ি বাংলার বিধায়কের

Contai Cooperative Bank:আরবিআই বলছে, ‘শিডিউলড’ বা পূর্ণমাত্রার ব্যাঙ্ক হিসাবে মাথা তুলে দাঁড়াতে আরবান কো-অপারেটিভ ব্যাঙ্কগুলিকে (ইউসিবি) কমপক্ষে হাজার কোটি টাকার ডিপোজিট সুনিশ্চিত করতে হয়। সেই শর্তও পূরণ করে ফেলেছে এই ব্যাঙ্ক।

Contai Cooperative Bank: পকেটে ১৩৫০ কোটির ডিপোজিট! এবার পূর্ণ ব্যাঙ্কের তকমা পাচ্ছে কাঁথি সমবায় ব্যাঙ্ক? RBI গভর্নরের মিটিংয়ে যোগ দিতে মুম্বই পাড়ি বাংলার বিধায়কের
পাবে নতুন শিরোপা? Image Credit: Facebook
| Edited By: | Updated on: Mar 19, 2025 | 10:17 AM
Share

কাঁথি: এবার কী পূর্ণ ব্যাঙ্কের মর্যাদা পেতে চলেছে কাঁথি কোঅপারেটিভ ব্যাঙ্ক? ব্যাঙ্কের চেয়ারম্যান তথা বিধায়ক তরুণ মাইতি ও ব্যাঙ্কের সম্পাদক অ্যাপোলো আলি মুম্বই পাড়ি দিতেই জল্পনা ক্রমেই তীব্র হচ্ছে। সূত্রের খবর, ব্যাঙ্কের যে থ্রি টায়ার্স লেয়ার রয়েছে সেখানে পা দিয়ে ফেলেছে কাঁথি কোঅপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড। এটিই আবার উত্তর-পূর্ব  ভারতের সব থেকে বড় আরবান কোপারেটিভ ব্যাঙ্ক। বছরে টার্নওভার ৫০০ কোটিরও বেশি। 

এদিকে আরবিআই বলছে, ‘শিডিউলড’ বা পূর্ণমাত্রার ব্যাঙ্ক হিসাবে মাথা তুলে দাঁড়াতে আরবান কো-অপারেটিভ ব্যাঙ্কগুলিকে (ইউসিবি) কমপক্ষে হাজার কোটি টাকার ডিপোজিট সুনিশ্চিত করতে হয়। সূত্রের খবর, সেই শর্ত পূরণ করছে কাঁথির এই ব্যাঙ্ক। রয়েছে ১৩৫০ কোটি টাকার ডিপোজিট। সে কারণেই এবার পূর্ণ ব্যাঙ্ক হিসাবে পথ চলা শুরু করতে আরবিআইয়ের সঙ্গে পাকা কথা বলতে চাইছেন ব্যাঙ্কের কর্তারা। বুধবারই তাঁরা বৈঠক বসছেন আরবিআইয়ের গভর্নরের সঙ্গে। 

তবে আরবিআইয়ের শর্ত আরও বলছে পূর্ণ ব্যাঙ্কের তকমা পেতে ‘টায়ার থ্রি বা ফোরে’র মধ্যে থাকতে হবে সংশ্লিষ্ট ইউসিবিকে। আর কাঁথির এই ব্যাঙ্ক রয়েছে টায়ার থ্রিতে। তাই বাধা থাকছে না এখানেও। একউসঙ্গে ‘এ’ অডিট ক্লাসের শিরোপাও মিলেছে। সঙ্গে সঙ্গে পূর্ব ভারতের সর্বশ্রেষ্ঠ ইউসিবি হিসাবেও নাম ছড়িয়েছে সর্বত্র। ইতিমধ্যেই RBI এর নির্দেশিকা মেনে ছোট পরিসরে দুই মেদিনীপুর, হুগলি, কলকাতা-সহ রাজ্যের একাধিক জায়গায় ১৬টি শাখা খোলা হয়েছে এই ব্যঙ্কের তরফে। সঙ্গে রয়েছে এটিএম। চলছে অনলাইন ব্যাঙ্কিং, ফোন ব্যাঙ্কিংও। এখন দেখার ৭৯ বছরের কাঁথি সমবায় ব্যাঙ্কের কপালে পূর্ণ ব্যাঙ্কের মুকুট ওঠে কিনা।