AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Patanjali: এক লাফে ৭৪ শতাংশ! পতঞ্জলির শেষ তিন মাসের আয় দেখে ছিটকে গেল প্রতিদ্বন্দ্বীরা

Patanjali: রিপোর্ট অনুযায়ী, শেষ ত্রৈমাসিকে এক লাফে ৭৪ শতাংশ বেড়েছে পতঞ্জলি ফুডস (Patanjali Food Limited)-এর মুনাফা। বেড়ে এসে ঠেকেছে ৩৮৫ কোটি টাকায়। ঠিক এক বছর আগে এই সময় পতঞ্জলি ফুডস-এর প্রোফিট ছিল মাত্র ২০৬ কোটি টাকা। যা এক ধাক্কায় প্রায় ৪০০ কোটির গন্ডি ধরে ফেলার মুখে।

Patanjali: এক লাফে ৭৪ শতাংশ! পতঞ্জলির শেষ তিন মাসের আয় দেখে ছিটকে গেল প্রতিদ্বন্দ্বীরা
প্রতীকী ছবিImage Credit source: Getty Image
Follow Us:
| Updated on: May 16, 2025 | 2:30 PM

নয়াদিল্লি: পতঞ্জলির ভেলকি। আবার দেখিয়ে দিল, তাদের থেকে সেরা কেউ নেই। সম্প্রতি, নিজেদের শেষ ত্রৈমাসিকের রিপোর্ট প্রকাশ করেছে আয়ুর্বেদিক ভোগ্যপণ্য় প্রস্তুতকারী সংস্থা পতঞ্জলি। আর তাতেই ধরা পড়েছে, তাদের সেরা হওয়ার কাহিনী। এক লাফে ৭৪ শতাংশ বেড়েছে পতঞ্জলির বিক্রি। যা আবার প্রমাণ করে, দেশ ও বিশ্বজুড়ে কীভাবে নিজের গ্রহণযোগ্যতা তৈরি করেছে রামদেবের সংস্থা।

কত লাভ হল পতঞ্জলির?

রিপোর্ট অনুযায়ী, শেষ ত্রৈমাসিকে এক লাফে ৭৪ শতাংশ বেড়েছে পতঞ্জলি ফুডস (Patanjali Food Limited)-এর মুনাফা। বেড়ে এসে ঠেকেছে ৩৮৫ কোটি টাকায়। ঠিক এক বছর আগে এই সময় পতঞ্জলি ফুডস-এর প্রোফিট ছিল মাত্র ২০৬ কোটি টাকা। যা এক ধাক্কায় প্রায় ৪০০ কোটির গন্ডি ধরে ফেলার মুখে। সংস্থা তরফে জানা গিয়েছে, ব্যবসা শুরুর পর গত অর্থবর্ষের শেষ ত্রৈমাসিক রিপোর্ট পর্যন্ত পতঞ্জলির মোট আয় দাঁড়িয়েছে ৯ হাজার ৭৪৪ কোটি।

সেই রিপোর্টে আরও বলা হয়েছে, গত এক অর্থবর্ষে মোট ১ হাজার ৩০১ কোটি টাকা মুনাফা লাভ করেছে পতঞ্জলি। গত অর্থবর্ষে এই মুনাফার পরিমাণ ছিল ৭৬৫ কোটি টাকা।

শেয়ার বাজারে প্রভাব

শেষ ত্রৈমাসিকের রিপোর্ট প্রকাশের পর বিনিয়োগকারীদের মধ্যেও লেগেছে পতঞ্জলির শেয়ার কেনা ধুম। বৃহস্পতিবার এক শেয়ার বাজারে বিরাট উত্থান ঘটিয়েছে পতঞ্জলি। সেদিন এক ধাক্কায় ১.৪১ শতাংশ বেড়ে পতঞ্জলির শেয়ারের দর দাঁড়িয়েছে ১ হাজার ৮১১ টাকায়।