AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PMFBY: অসময়ের বৃষ্টিতে নষ্ট খেতের ফসল? ‘প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা’ য় পাবেন ক্ষতিপূরণ

Pradhan Mantri Fasal Bima Yojna: মে মাসে অসময়ের বৃষ্টিতে দুর্বিসহ গরমের মধ্যে স্বস্তি পেয়েছে সাধারণ মানুষ। কিন্তু, কপাল পুড়েছে দেশের কৃষকদের। এই বৃষ্টি যদি আপনার ফসলের ক্ষতি করে থাকে বা আপনি বীজ বপন করতে না পারেন, তবে চিন্তা করবেন না। প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা আপনাকে সাহায্য করবে।

PMFBY: অসময়ের বৃষ্টিতে নষ্ট খেতের ফসল? 'প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা' য় পাবেন ক্ষতিপূরণ
দেশের বিভিন্ন জায়গায় অসময়ের বৃষ্টিতে নষ্ট হচ্ছে ফসল (ফাইল ছবি)
| Edited By: | Updated on: May 03, 2023 | 7:15 AM
Share

নয়া দিল্লি: উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম – মে মাসে হঠাৎ করে অসময়ের বৃষ্টি শুরু হয়েছে গোটা ভারত জুড়ে। এতে সাধারণ মানুষ গরমের হাত থেকে রেহাই পেয়েছেন ঠিকই, কিন্তু, কপাল পুড়েছে দেশের কৃষকদের। আপনিও যদি সেই কৃষকদের একজন হন, বৃষ্টিতে যদি আপনার ফসলের ক্ষতি হয়ে থাকে বা বীজ বপন করতে অসুবিধার মুখে পড়েন, তবে আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। এই পরিস্থিতিতে আপনাকে সাহায্য করবে ‘প্রধানমন্ত্রী ফল বিমা যোজনা’ (PMFBY)। ক্ষতিপূরণ দিয়ে ক্ষতির হাত থেকে রক্ষা করবে। দেশে আগেও শস্য বিমা প্রকল্প ছিল। কিন্তু, ২০১৬ সালে মোদী সরকার একটি নতুন ‘প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা’ চালু করেছে। যাতে কৃষকরা সর্বোচ্চ সুবিধা পান, তার জন্য এই নতুন নতুন প্রকল্পে বেশ কিছু বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে। অসময়ের বৃষ্টির মতো পরিস্থিতিতে এর সুফল পাওয়া যায়।

অসময়ের বৃষ্টিতে কীভাবে ‘ফসল বিমা’র সুবিধা পাবেন?

বর্তমানে, দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে। মহারাষ্ট্র এবং কর্নাটকে খেতে জল দাঁড়িয়ে গিয়ে পেঁয়াজ এবং অন্যান্য বেশ কয়েকটি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এমন অবস্থায়, জেনে নেওয়া যাক, কোন কোন পরিস্থিতিতে ফসল বীমার আওতায় ক্ষতিপূরণ দাবি করা যেতে পারে। প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনায়, প্রাকৃতিক দুর্যোগের কারণে বীজ বপন করতে না পারলে কৃষকদের ক্ষতিপূরণ দেওয়া হয়। ফলে, অসময়ের বৃষ্টিতে যদি আপনার জমিতে বীজ বপন না করা যায়, তবে আপনি ক্ষতিপূরণ পাবেন। শিলাবৃষ্টি, খেতে জল দাঁড়িয়ে যাওয়া, ভূমিধসের মতো কারণে ফসলের ক্ষতি হলেও, এই বিমা প্রকল্পে ক্ষতিপূরণ পাওয়া যায়। এই ধরনের ঘটনাগুলিকে স্থানীয় বিপর্যয় হিসাবে বিবেচনা করে ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়। এছাড়া, ফসল তোলার পর ১৪ দিন পর্যন্ত বৃষ্টি বা অন্য কোনও প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসল নষ্ট হলে ক্ষতিপূরণ পাওয়া যায়।

এর জন্য কীভাবে আবেদন করবেন?

ফসল বিমার সুবিধা নিতে, ক্ষতি হওয়ার ৭২ ঘণ্টার মধ্যে বিমা সংস্থা বা স্থানীয় কৃষি বিভাগের কার্যালয়কে জানালে সবথেকে ভাল হয়। এর ফলে বিমা সংস্থা এবং কৃষি বিভাগের পক্ষে ক্ষতির পরিমাণ নির্ণয় করা সহজ হয়। এরপর, তারা ক্ষতিপূরণের অন্য়ান্য প্রক্রিয়া শুরু করে। তবে, খেতের মোট ফসলের অন্তত ৩৩ শতাংশ বা তার বেশি ক্ষতি হলে তবেই এই বিমা প্রকল্পে ক্ষতিপূরণের আবেদন করা যায়। এই প্রকল্প সম্পর্কে আরও তথ্য পাওয়ার জন্য আপনি https://pmfby.gov.in/ – এই ওয়েবসাইটে যেতে পারেন।