Punjab National Bank Interest Rates On FDs : আবার FD-তে সুদের হার বাড়াল পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, প্রবীণদের জন্য বিশেষ লাভ
PNB Interest Rates : ফের স্থায়ী আমানতে সুদের হার বাড়াল পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। ২ কোটি টাকা আমানতের নীচে ০.৩০ শতাংশ সুদ বেড়েছে।
ফের সুদের হার বাড়াল পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। প্রবীণ নাগরিকদের জন্য নির্দিষ্ট মেয়াদের ফিক্সড ডিপোজিট বা স্থায়ী আমানতে সুদের হার বাড়িয়েছে এই ব্যাঙ্ক। পিএনবি-র ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, ব্যাঙ্ক ২ কোট টাকা পর্যন্ত স্থায়ী আমানতে ০.৩০ শতাংশ সুদ বাড়িয়েছে এই ব্যাঙ্ক। ১৩ সেপ্টেম্বর থেকে এই নয়া সুদের হার কার্যকর হয়েছে।
পিএনবি প্রবীণ নাগরিকদের জন্য ৫ থেকে ১০ বছরের FD-র ক্ষেত্রে সুদের হার ৬.১৫ শতাংশ থেকে বাড়িয়ে ৬.৪৫ শতাংশ করেছে। ব্যাঙ্কের ওয়েবসাইট অনুসারে, প্রবীণ নাগরিকরা ২ কোটি টাকার কমে যেকোনও স্থায়ী আমানতের মেয়াদপূর্তিতে প্রযোজ্য হারের থেকে ০.৫০ শতাংশ অতিরিক্ত সুদ পাবেন। ব্যাঙ্কের ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে, ‘৬০ বছর থেকে ৮০ বছর পর্যন্ত প্রবীণ নাগরিকরা ৫ বছর মেয়াদের ২ কোটি টাকার কম স্থায়ী আমানতের মেয়াদ পূর্তিতে প্রযোজ্য সুদের হারের থেকে অতিরিক্ত ০.৫০ শতাংশ বেশি সুদ পাবেন।’
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের তরফে আরও জানানো হয়েছে, যদি একজন ব্যাঙ্কের কর্মী বা অবসরপ্রাপ্ত কর্মী প্রবীণ নাগরিক হন তাহলে তিনি ৫ বছর মেয়াদের স্থায়ী আমানতে ১.৫০ শতাংশ বেশি এবং ৫ বছরের বেশি মেয়াদের স্থায়ী আমানতের ক্ষেত্রে ১.৮০ শতাংশ বেশি সুদ পাবেন।