Gold Price: বৃদ্ধির পূর্বাভাসকে বুড়ো আঙুল দেখিয়ে হুড়োমুড়িয়ে কমল সোনার দাম!
Gold Price Decline: কলকাতায় আজ প্রায় ১৭৪০ টাকার কাছাকাছি কমল সোনার দাম। কত ক্যারাট সোনার কত দাম হল জানেন?

গতকালই সোনা নিয়ে দুটো পূর্বাভাস সামনে এসেছে। প্রথম পূর্বাভাস শুনে মাথায় হাত সাধারণ মানুষের। সেই পূর্বাভাস বলছে পয়লা বৈশাখের আগেই সোনার দাম পৌঁছে যেতে পারে ১ লক্ষ টাকায়। অন্য আর একটি পূর্বাভাস বলছে ২০২৯ সালের মধ্যে ৬১ হাজারে নেমে যাবে সোনার দাম।
কিন্তু এই সব কিছুর মধ্যে কলকাতায় আজ ১০ গ্রামে প্রায় ১৭৪০ টাকার কাছাকাছি কমল সোনার দাম।
২২ ক্যারেট সোনার দাম:
আজ ১৬০০ টাকার বেশি কমেছে ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম। ১ গ্রাম সোনার দাম হয়েছে প্রায় ৮ হাজার ৪০০ টাকা। ১০ গ্রাম সোনার দাম দাঁড়িয়েছে প্রায় ৮৪ হাজার টাকার কাছাকাছি।
২৪ ক্যারেট সোনার দাম:
আজ দাম কমেছে ২৪ ক্যারেট সোনারও। ১৭৪০ টাকার বেশি কমেছে ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম। ১ গ্রাম সোনার দাম কমে হয়েছে প্রায় ৯ হাজার ১৬৪ টাকা। ১০ গ্রাম সোনার দাঁড়িয়েছে প্রায় ৯১ হাজার ৬৪০ টাকা।
উল্লেখ্য, আজ দিল্লিতে ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম প্রায় ৯৮ হাজার ৩৬৮ টাকা। যা ভারতের মধ্যে সবচেয়ে বেশি।
১৮ ক্যারেট সোনার দাম:
তথ্য বলছে কমেছে ১৮ ক্যারেট সোনার দামও। ১০ গ্রাম সোনার দাম গতকালের তুলনায় প্রায় ১৩০০ টাকা কমেছে। ১৮ ক্যারাট সোনার দাম হয়েছে প্রায় ৬৮ হাজার ৭৩০ টাকা। ১ গ্রামের দাম দাঁড়িয়েছে প্রায় ৬ হাজার ৮৭৩ টাকা।
রুপোর দাম:
আজ সামান্য হলেও দাম কমেছে রুপোর। কেজি প্রতি ৪০০০ টাকা দাম কমে ১ কেজি রুপোর দাম হয়েছে ৯৯ হাজার টাকা।
কোথাও বিনিয়োগ করতে চাইলে সেই বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও বিশ্লেষণ করুন। এই ভিডিয়ো শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।
বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।





