AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

RBI Penalty: এই ব্যাঙ্ককে ৪৪ লক্ষের বেশি জরিমানা, আপনার অ্যাকাউন্ট আছে নাকি?

Reserve Bank Of India: জরিমানার খবর প্রকাশ্যে আসতেই স্বাভাবিকভাবেই ব্যাঙ্কের কাস্টমারদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। প্রশ্ন উঠছে, ঠিক কী কারণে এই জরিমানা করা হল এবং এর প্রভাব ব্যাঙ্কের সাধারণ গ্রাহকের উপর পড়বে কি না।

RBI Penalty: এই ব্যাঙ্ককে ৪৪ লক্ষের বেশি জরিমানা, আপনার অ্যাকাউন্ট আছে নাকি?
| Updated on: Sep 01, 2025 | 6:00 AM
Share

দেশের অন্যতম প্রধান বেসরকারি ব্যাঙ্ক, বন্ধন ব্যাঙ্ক। আর এবার সেই ব্যাঙ্কের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। নিয়মাবলী যথাযথ ভাবে পালন না করার অভিযোগে বন্ধন ব্যাঙ্ককে ৪৪ লক্ষ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার, ২০২৫ সালের ২৯ সেপ্টেম্বর আরবিআই একটি বিবৃতিতে জানিয়েছে, ২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত এই ব্যাঙ্কের আর্থিক লেনদেন খতিয়ে দেখার পরই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জরিমানার খবর প্রকাশ্যে আসতেই স্বাভাবিকভাবেই বন্ধন ব্যাঙ্কের কাস্টমারদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। প্রশ্ন উঠছে, ঠিক কী কারণে এই জরিমানা করা হল এবং এর প্রভাব ব্যাঙ্কের সাধারণ গ্রাহকের উপর পড়বে কি না।

ঠিক কী কী নিয়ম ভেঙেছে বন্ধন ব্যাঙ্ক? আরবিআইয়ের তদন্তে মূলত দুটি গুরুতর গাফিলতি দেখা গিয়েছে। প্রথমত, ব্যাঙ্কটি তার কিছু কর্মীকে নিয়ম ভেঙে কমিশন-ভিত্তিক বেতন দিয়েছিল। আর এই ব্যাপার রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশকে সরাসরি লঙ্ঘন করে। দ্বিতীয় অভিযোগটি আরও গুরুতর। নির্দিষ্ট কিছু গ্রাহকের অ্যাকাউন্টের তথ্যে ব্যাঙ্ক কর্মীরা ব্যাক-এন্ড থেকে হস্তক্ষেপ করলেও, তার কোনও রেকর্ড বা প্রমাণ রাখা হয়নি। অর্থাৎ, কে বা কারা এই পরিবর্তন করেছে, তার কোনো সঠিক হিসেব সিস্টেমে নথিভুক্ত নেই।

গ্রাহকদের জন্য চিন্তার কারণ আছে কি? রিজার্ভ ব্যাঙ্ক এই বিষয়ে অত্যন্ত স্পষ্টভাবে জানিয়েছে যে, এই জরিমানা সম্পূর্ণভাবে ব্যাঙ্কের অভ্যন্তরীণ প্রশাসনিক ত্রুটি এবং নিয়ম মেনে চলার ব্যর্থতার জন্য করা হয়েছে। এর সঙ্গে সাধারণ গ্রাহকদের লেনদেন বা তাঁদের জমানো টাকার সুরক্ষার কোনও সম্পর্ক নেই।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বক্তব্য অনুযায়ী, গ্রাহকদের কোনো চুক্তি বা লেনদেনের বৈধতা নিয়ে প্রশ্ন উঠছে না। ফলে, এই ব্যাঙ্কে থাকা আপনার অ্যাকাউন্ট এবং টাকা সম্পূর্ণ সুরক্ষিতই থাকবে। তবে এই ঘটনাটি দেশের ব্যাঙ্কিং ব্যবস্থায় অস্বচ্ছতার ঘটনাকে আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।