AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

RBI Repo Rate: মাসে সাশ্রয় হবে ৩ থেকে ৬ হাজার টাকা! RBI-এর এই সিদ্ধান্ত প্রভাব ফেলবে আপনার মাসিক বাজেটেও

RBI Repo Rate: বাড়তে থাকা ঋণ জাল থেকে রেহাই দেয় রেপো রেট। এই রেট যত কমবে, তার হাত ধরে ঋণে সুদের পরিমাণও ততই কমবে। বিশেষ সুবিধা পাওয়া যায়, হোম লোন ও গাড়ির লোনের ক্ষেত্রে।

RBI Repo Rate: মাসে সাশ্রয় হবে ৩ থেকে ৬ হাজার টাকা! RBI-এর এই সিদ্ধান্ত প্রভাব ফেলবে আপনার মাসিক বাজেটেও
প্রতীকী ছবিImage Credit: Getty Image
| Updated on: Jun 06, 2025 | 12:10 PM
Share

নয়াদিল্লি: তৃতীয় দফায় ৫০ পয়েন্ট পর্যন্ত রেপো রেট কমাল দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক RBI। শুক্রবার টানা দিনের মনিটির পলিসি কমিটির বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানালেন খোদ RBI-এর গর্ভনর সঞ্জয় মলহোত্রা।

এদিন তিনি বলেন, ‘ভবিষ্য়তের অর্থনৈতিক গতিশীলতার ও উন্নয়নের কথা মাথায় রেখে মনিটির পলিসি কমিটি সিদ্ধান্ত নিয়েছে যে দেশের রেপো রেট যা লিক্যুইডিটি অ্যাডজাস্টমেন্ট ফেসিলিটি ভুক্ত, সেটিকে ৫০ বেসিস পয়েন্ট পর্যন্ত কমিয়ে ৫.৫ শতাংশ করে দেওয়া হবে।’

এই নিয়ে তৃতীয়বার রেপো রেট কমানোর পথে হাঁটল ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্ক। হিসাব বলছে, গত ফেব্রুয়ারি থেকে মোট ১০০ পয়েন্ট রেপো রেট কমিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। কিন্তু এতে সাধারণ জনতার সুবিধা কী? বা যে লোকটা প্রতিদিন বাসে ঝুলে অফিস যাচ্ছে, যে চাষের ক্ষেতে ফসল বুনছে, এসি ঘরে বসে নেওয়া সিদ্ধান্তে তার সুবিধাটা কোথায়?

বাড়তে থাকা ঋণ জাল থেকে রেহাই দেয় রেপো রেট। এই রেট যত কমবে, তার হাত ধরে ঋণে সুদের পরিমাণও ততই কমবে। বিশেষ সুবিধা পাওয়া যায়, হোম লোন ও গাড়ির লোনের ক্ষেত্রে।

এই প্রসঙ্গে দ্যা ইকোনমিক টাইমসকে ত্রেহান আইরিসের কর্মকর্তা আমান ত্রেহান জানিয়েছেন, ‘রেপো রেট কমানো মাধ্যমে রিয়েল এস্টেট সেক্টরে বিরাট প্রভাব ফেলেছে RBI। যার ফলে হোম লোন আরও সাশ্রয়ী হবে। মধ্যবর্গীয় আয়ের মানুষরাও সেই দিকে ঝুঁকবে।’

কিন্তু কতই বা সাশ্রয় করা যাবে হোম লোন থেকে? ওয়াকিবহাল মহলের অনুমান, যদি কারওর ২০ বছরের জন্য় ৫০ লক্ষ টাকা হোম লোন থাকে, সেক্ষেত্রে প্রতি মাসে EMI থেকে ৩ হাজার টাকা কমে যাবে। যদি কারওর ঋণের পরিমাণ ১ কোটি থেকে দেড় কোটি টাকা থাকে, সেক্ষেত্রে প্রতি মাসে সাশ্রয় হবে প্রায় ৬ হাজার টাকা।