সদ্য IPL চ্যাম্পিয়ন, এবার বিক্রি হয়ে যাবে Royal Challengers Bengaluru?
RCB Sold: সংবাদসংস্থা বলছে আরসিবি থেকে নিজেদের অংশীদারিত্ব বিক্রি করে দিতে চাইছে ডিয়াজিও। যদিও এই বিষয়ে এখনও সরাসরি কোনও মন্তব্য করেনি এই সংস্থাটি।

এক মাসও হয়নি, আইপিএল জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আর এবার সেই দলকেই বেচে দিতে চাইছে আরসিবির মালিকরা। সংবাদসংস্থা ব্লুমবার্গ বলছে আরসিবি থেকে নিজেদের অংশীদারিত্ব বিক্রি করে দিতে চাইছে ডিয়াজিও। যদিও এই বিষয়ে এখনও সরাসরি কোনও মন্তব্য করেনি এই সংস্থাটি।
একসময় আরসিবি দলটির মালিক ছিলেন বিজয় মালিয়া। তারপর কিংফিশার এয়ারলাইন্স যখন ধ্বস্ত হয়েছিল তখন বিজয় মালিয়ার মদের কোম্পানি ইউনাইটেড স্পিরিটস কিনে নেয় ব্রিটিশ মদ প্রস্তুতকারক সংস্থা ডিয়াজিও। আর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মালিক এই ইউনাইটেড স্পিরিটসই। ফলে বর্তমানে এই সংস্থায় ডিয়াজিওর মালিকানা রয়েছে ৫৫.৮৮ শতাংশ। অন্যদিকে, বিজয় মালিয়ার হাতে এখনও রয়েছে ইউনাইটেড স্পিরিটসের ০.০১ শতাংশ শেয়ার।
মার্কিন যুক্তরাষ্ট্রে সংস্থাটি ইদানিংকালে খুব ভাল ব্যবসা করতে পারছে না। আর সেই কারণেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকুএ বিক্রি করে দেওয়া ডিয়াজিওর কাছে একটি কৌশলগত পদক্ষেপ হতে পারে। কারণ, আরসিবির ক্রমবর্ধমান ব্র্যান্ড ভ্যালু থেকে ভাল লাভ করতে পারে এই সংস্থাটি।





