Retail Inflation Rate in January: নতুন বছরের শুরুতেই বেড়েছে জিনিসপত্রের দাম, গত তিনমাসে সর্বোচ্চ খুচরো মূল্যবৃদ্ধির হার

Retail Inflation Rate in January: জানুয়ারিতে বেড়েছে খুচরো মূল্যবৃদ্ধির হার। গত মাসে খুচরো মূল্যবৃদ্ধির হার দাঁড়িয়েছে ৬.৫২ শতাংশ।

Retail Inflation Rate in January: নতুন বছরের শুরুতেই  বেড়েছে জিনিসপত্রের দাম, গত তিনমাসে সর্বোচ্চ খুচরো মূল্যবৃদ্ধির হার
প্রতীকী ছবি
Follow Us:
| Updated on: Feb 13, 2023 | 9:53 PM

মধ্যবিত্তদের জন্য খারাপ খবর। জানুয়ারিতে বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দাম বেড়েছে। ফলে মধ্যবিত্তের পকেটে বেড়েছে চাপ। ফের মাথা চাড়া দিয়ে উঠেছে খুচরো মূল্যবৃদ্ধি (Retail Inflation Rate)। জানুয়ারি মাসে খুচরো মূল্যবৃদ্ধির হার ছিল ৬.৫২ শতাংশ। যা ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (Reserve Bank of India) কর্তৃক নির্ধারিত সহনশীলতার মাপকাঠির ঊর্ধ্বে।

সোমবার পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রণালয়ের তরফে জানুয়ারি মাসের খুচরো মূল্যবৃদ্ধির হার প্রকাশ করা হয়েছে। সেই পরিসংখ্য়ান অনুযায়ী, জানুয়ারি মাসে খুচরো মূল্যবৃদ্ধির হার হয়েছে ৬.৫২ শতাংশ। উল্লেখ্য, দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া অনুযায়ী, মূল্যবৃদ্ধির হার ২ থেকে ৬ শতাংশের মধ্যে থাকলে তা সহনীয়। এক্ষেত্রে তা সহনশীলতার সীমা ছাড়িয়েছে। গত তিনমাসে বছরের প্রথমেই সর্বোচ্চ হল খুচরো মূল্যবৃদ্ধির হার।

প্রসঙ্গত, ২০২২ সালের শেষে খুচরো মূল্যবৃদ্ধি কিছুটা নিয়ন্ত্রণে এসেছিল। ডিসেম্বরে এই খুচরো মূল্যবৃদ্ধির হার ছিল ৫.৭২ শতাংশ। নভেম্বরে মাসে তা ছিল ৫.৮৮ শতাংশ। খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধির হার ডিসেম্বরে নেমে এসেছিল ৪.১ শতাংশে। যেখানে নভেম্বরে ছিল ৪.৬৭ শতাংশ। তাই ওই দুই মাসের খুচরো মূল্যবৃদ্ধির হারও কমেছে। পরপর দু’ মাস খুচরো মূল্যবৃদ্ধির হার আরবিআই-র সহনশীলতার মাত্রার মধ্যেই ছিল। তবে ২০২৩ সালের শুরুতেই ফের বাধ ভেঙেছে খুচরো মূল্যবৃদ্ধির হার। আরবিআই সহনশীলতার ঊর্ধ্বে উঠে খুচরো মূল্যবৃদ্ধির হার দাঁড়িয়েছে ৬.৫২ শতাংশ। এদিকে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে আনতে সম্প্রতি ২৫ বেসিস পয়েন্ট বৃদ্ধি করেছে রিজার্ভ ব্যাঙ্ক। বর্তমানে রেপো রেট বেড়ে দাঁড়িয়েছে ৬.৫০ শতাংশ। এবার মূল্যবৃদ্ধি কতটা নিয়ন্ত্রণে আসে তাই দেখার।