AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Retirement Formula: অবসরের জন্য কত কোটি টাকা প্রয়োজন? ১০-৩০-৫০-এর নিয়ম জানলেই হবে সব?

Investment: একটি সহজ কিন্তু অত্যন্ত শক্তিশালী নিয়মের কথা বলেছেন বিশেষজ্ঞরা। এই নিয়ম ধাপে ধাপে আপনাকে একটি বিরাট তহবিল তৈরিতে সাহায্য করতে পারে।

Retirement Formula: অবসরের জন্য কত কোটি টাকা প্রয়োজন? ১০-৩০-৫০-এর নিয়ম জানলেই হবে সব?
প্রতীকী চিত্র।Image Credit: Pixabay
| Updated on: Sep 03, 2025 | 5:25 PM
Share

অবসরের পর নিশ্চিন্ত জীবনযাপনের জন্য আপনার ঠিক কত টাকা প্রয়োজন? এই প্রশ্নটা সম্ভবত প্রায় সকলের মনেই ঘোরে। এর উত্তর দিলেন এডেলওয়াইস মিউচুয়াল ফান্ডের এমডি ও সিইও রাধিকা গুপ্তা। তিনি একটি সহজ কিন্তু অত্যন্ত শক্তিশালী নিয়মের কথা বলেছেন। এই নিয়ম ধাপে ধাপে আপনাকে একটি বিরাট তহবিল তৈরিতে সাহায্য করতে পারে।

তাঁর বলা এই ১০-৩০-৫০ নিয়ম আপনার বয়স এবং আয়ের সঙ্গে তাল মিলিয়ে সঞ্চয় করার একটি দারুণ পদ্ধতি হতে পারে। এই নিয়ম বলছে যখন আপনার বয়স ২০ থেকে ৩০-এর মধ্যে তখন আয়ের অন্তত ১০ শতাংশ জমানোর টার্গেট রাখুন। রাধিকা বলছেন, শুরু করাটাই আসল।

যখন আপনার বয়স ৩০ থেকে ৪০-এর মধ্যে, তখন অন্তত ৩০ শতাংশ জমাবেন, টার্গেট রাখুন। কারণ এই সময় আপনার আয় আগের তুলনায় বেড়েছে। আরও একটু বড় কিছু করার এটাই আসল সময়। আর যখন আপনার বয়স ৪০ পার করে যাবে সেই সময় আয়ের অন্তত ৫০ শতাংশ জমানো উচিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

বিশেষজ্ঞরা বলেন, আপনার বাৎসরিক যা খরচ তার ২০ থেকে ৩০ গুণ টাকার একটি তহবিল থাকা উচিত। অর্থাৎ, আপনার বছরে ১০ লক্ষ টাকা প্রয়োজন হলে তহবিলে ২ থেকে ৩ কোটি টাকা থাকা দরকার। কিন্তু রাধিকা গুপ্তা বলছেন, শুধুমাত্র টাকার অঙ্কের পিছনে না ছুটে, সঞ্চয়ের অভ্যাস তৈরি করা বেশি জরুরি।

তিনি একটি দারুণ কৌশলের কথা বলেছেন। টিডিএসের মতো এসডিএস বা সেভিংস ডিডাক্টেড অ্যাট সোর্স। যেভাবে মাইনে পাওয়ার আগেই টিডিএস কেটে নেওয়া হয়, সেভাবেই প্রতি মাসে খরচের আগেই সঞ্চয়ের টাকা সরিয়ে রাখুন। এসআইপির মতো অটোমেটেড ব্যবস্থা চালু করলে এই অভ্যাস সহজেই তৈরি হয়।