SBI Card: প্রতিটি লেনদেনে পাবেন ক্যাশব্যাক, বিশেষ সুযোগ দিচ্ছে SBI

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Dec 12, 2023 | 6:59 AM

SBI Card: অনলাইনে ও অফলাইনে যে কোনও কেনাকাটা করার জন্য ৫ শতাংশ ক্যাশব্যাক পাওয়া যাবে। ৫ শতাংশ টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ঢুকে যাবে। এছাড়াও আরও কিছু সুবিধা পাওয়া যাবে এই কার্ডে।

SBI Card: প্রতিটি লেনদেনে পাবেন ক্যাশব্যাক, বিশেষ সুযোগ দিচ্ছে SBI
প্রতীকী ছবি।

Follow Us

নয়া দিল্লি: স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার গ্রাহকদের জন্য বিভিন্ন ধরনের কার্ড রয়েছে। ক্রেডিট কার্ডও আছে বিভিন্ন রকম। আর এবার এই রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্ক এনেছে ক্যাশব্যাক কার্ড। প্রত্যেক লেনদেনে ক্যাশব্যাক পাবেন এই কার্ড ব্যবহার করলে। এই কার্ডের জন্য প্রতি বছর ফি দিতে হবে ৯৯৯ টাকা।

অনলাইনে ও অফলাইনে যে কোনও কেনাকাটা করার জন্য ৫ শতাংশ ক্যাশব্যাক পাওয়া যাবে। ৫ শতাংশ টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ঢুকে যাবে। এছাড়াও আরও কিছু সুবিধা পাওয়া যাবে এই কার্ডে।

কার্ডের ফি

এই কার্ড পেতে গেলে ২১ থেকে ৬৫ বছরের মধ্যে হতে হবে বয়স। ক্রেডিট হিস্ট্রিও ভাল হওয়া জরুরি। কার্ডের জন্য এনরোল করার জন্য ৯৯৯ টাকা দিতে হবে, সঙ্গে ট্যাক্স। আর বছরে ফি দিতে হবে ৯৯৯ টাকা।

কোন কোন ক্ষেত্রে পাওয়া যাবে না ক্যাশব্যাক

বাড়ি ভাড়া, ওয়ালেট, ইএমআই, গয়না কেনা, স্কুলের ফি, বিমার টাকা, গিফট কার্ড ও ট্রেনের টিকিট কেনার ক্ষেত্রে ক্যাশব্যাক দেওয়া হবে না।

কত টাকায় মিলবে ক্যাশব্যাক

মাসে ৫০০০ টাকার কেনাকাটা করলেই ৫ শতাংশ ক্যাশব্যাক পাওয়া যাতে পারে। লেনদেন হওয়ার ২ দিনের মধ্যেই পেয়ে যাবেন টাকা।

Next Article