AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Semiconductor: ইউরোপে সমস্যা, মোদীর ভারত ‘বিজনেস ফ্রেন্ডলি’ বলছে সেমিকন্ডাক্টর নির্মাণের পিছনে প্রধান সংস্থা!

Semiconductor Fabrication: ASML-এর এক্সিকিউটিভ ফ্রাঙ্ক হিমস্কার্কের একটি মন্তব্য বিশ্ব বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে ভারতকে এক নতুন পথ দেখাল। বলা ভাল তাঁর কারণেই ভারতের অর্থনীতিতে জোয়ার আসতে পারে। কিন্তু কী এমন করলেন তিনি?

Semiconductor: ইউরোপে সমস্যা, মোদীর ভারত 'বিজনেস ফ্রেন্ডলি' বলছে সেমিকন্ডাক্টর নির্মাণের পিছনে প্রধান সংস্থা!
| Updated on: Oct 03, 2025 | 8:06 PM
Share

ইউরোপের থেকে ভারতে বিনিয়োগ অনেক সুবিধাজনক ও ভারতে বিনিয়োগে খুবই ভাল রিটার্ন আসতে পারে মনে করছেন সেমিকন্ডাক্টর নির্মাণের পিছনে থাকা প্রধান সংস্থা। চিপ-নির্মাণের প্রয়োজনীয় লিথোগ্রাফিক মেশিন ও একাদ্ধিন নয়া প্রযুক্তি তৈরি করে ডাচ সংস্থা এএসএমএল (ASML)। আর সেই সংস্থার এক্সিকিউটিভ ফ্রাঙ্ক হিমস্কার্কের একটি মন্তব্য বিশ্ব বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে ভারতকে এক নতুন পথ দেখাল। বলা ভাল তাঁর কারণেই ভারতের অর্থনীতিতে জোয়ার আসতে পারে। কিন্তু কী এমন করলেন তিনি?

ফ্রাঙ্ক হিমস্কার্কের একসঙ্গে ২টি কাজ করেছেন। প্রথমত তিনি প্রশংসা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তাঁর অ্যাক্সেসিবিলিটি নিয়েই মূলত কথা বলেন ফ্র্যাঙ্ক। অন্য দিকে, তীব্র সমালোচনা করেছেন ইউরোপীয় ইউনিয়নের আমলাতন্ত্রের। আর তাঁর এই মন্তব্যই বিশ্ব অর্থনীতিতে ভারতের অবস্থান দৃঢ় করে তুলেছে।

ব্রাসেলসে একটি সম্মেলনে, হিমস্কার্ক বলেন, এএসএমএলের সিইও ক্রিস্টোফ ফুকেট ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দু’ঘণ্টা বৈঠক করেছেন। আর এই বৈঠকে প্রধানমন্ত্রী মোদী সরাসরি ফুকেটের কাছে জানতে চেয়েছেন, এএসএমএলের জন্য কী সাহায্য করতে পারে ভারত? আর নরেন্দ্র মোদীর এই ‘বিজনেস-ফ্রেন্ডলি’ মানসিকতাকে স্বাগত জানিয়েছেন ফ্র্যাঙ্ক। ২০২১ সালে ভারত সেমিকন্ডাক্টর মিশন শুরু করার পর সেমিকন্ডাক্টর উৎপাদনের পিছনে থাকা অন্যতম বৃহত্তম সংস্থার এমন উৎসাহদান নিঃসন্দেহে বিনিয়োগকারীদের কাছে বিরাট এক বার্তা।

একদিনে ফ্র্যাঙ্ক যখন ভারতের এই বন্ধুত্বপূর্ণ আচরণের কথা বলছেন, তখন অন্য একটি প্রশ্নের সামনে তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তাদের সঙ্গে দেখা করা বেশ কঠিন। এর তুলনায় নাকি হোয়াইট হাউসের সিনিয়র অফিসারদের সঙ্গে দেখা করাও নাকি বেশ সহজ।

এএসএমএল মূলত সেমিকন্ডাক্টর ফ্যাব্রিকেশনের প্রয়োজনীয় লিথোগ্রাফিক মেশিন সহ একাধিক মেশিন তৈরি করে। এক কথায় বলা যায় এএসএমএল আসলে একটি মনোপলি সংস্থা। আর সেই সংস্থার তরফে এমন বক্তব্য ভারতের সেমিকন্ডাক্টর শিল্পের ভিতকে আরও শক্ত করে তুলবে এই কথা নিঃসন্দেহে বলা যায়। আর আগামীতে যে ভারতে সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে বিনিয়োগ বাড়বে, সেই কথাও বলার অপেক্ষা রাখে না।