Share Market: ট্রাম্পের একটাই সইয়ে নুইয়ে পড়ল Pharma, শেয়ারে বাজারে কি ফের নতুন ঝড়?
Share Market: আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেখানকার দেশীয় ওষুধ প্রস্তুতকারী সংস্থাগুলির উপর চাপানো নিয়ন্ত্রণ একটু 'আলগা' করতেই ধাক্কা খেয়েছে ভারতের ফার্মা সেক্টর। এমনকি, গত পাঁচ দিন ধরে এক টানা ভাল 'পারফরমেন্সের' পর মঙ্গলে ১.২ শতাংশ পড়েছে রিলায়েন্সের শেয়ারও।

কলকাতা: মঙ্গলবার খানিকটা ধুঁকতে দেখা গেল দালাল স্ট্রিটকে। এদিন সকাল বাজার খোলার পর দুপুর দেড়টা পর্যন্ত ১৮২ পয়েন্ট পড়েছে সেনসেক্স। অন্যদিকে, একই হারে নিফটি ৫০ পড়েছে ৭৪ পয়েন্ট। বিশেষ প্রভাব না পড়লেও সপ্তাহের দ্বিতীয় ট্রেডিং দিনে এমন কাণ্ড কি কোনও অশনির সংকেত?
এদিন শেয়ার বাজারের প্রধান ১৩টি সূচকের মধ্যে ১১টিই পড়ে গিয়েছে। ফার্মা স্টকে ধাক্কা লেগেছে সব থেকে বেশি। মঙ্গলবার Nifty Pharma Index পড়েছে ১.৫ শতাংশ। মূলত, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেখানকার দেশীয় ওষুধ প্রস্তুতকারী সংস্থাগুলির উপর চাপানো নিয়ন্ত্রণ একটু ‘আলগা’ করতেই ধাক্কা খেয়েছে ভারতের ফার্মা সেক্টর। এমনকি, গত পাঁচ দিন ধরে এক টানা ভাল ‘পারফরমেন্সের’ পর মঙ্গলে ১.২ শতাংশ পড়েছে রিলায়েন্সের শেয়ারও।
তবে সবাই যে শুধু খারাপ ফল করেছে, এমনটাও নয়। কয়েনের এক পিঠে যেমন ধরা পড়েছে পতনের ছবি, তেমন অন্য পিঠে উঠে এসেছে ‘বুলিশ’ মার্কেটের ছবিও। এদিন Nifty Auto index বেড়েছে ১ শতাংশ। যার দৌলতে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার শেয়ারের দাম বেড়ে গিয়েছে ৩.১ শতাংশ। বাজারের এমন হঠাৎ পতন ঠিক কী কারণে? এই নিয়ে অকাঠ্য যুক্তি রাখা না গেলেও, একাংশের বিশেষজ্ঞদের দাবি, টানা দৌড়ের পর এবার একটু শ্বাস নিচ্ছে দালাল স্ট্রিট। সেলিং রেট স্বাভাবিক নিয়মে বেড়েছে। তাই অশনি সংকেতের কোনও ব্যাপারই নেই এখানে।





