Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Share Market News: গতকাল একেবারে ধসে যাওয়ার পর আজ রিকভার করল ইন্ডাসইন্ড ব্যাঙ্ক

IndusInd Bank: গতকাল ২৭ শতাংশের বেশি পড়েছিল ইন্ডাসইন্ড ব্যাঙ্ক। আজ দিন শেষে গতকালের তুলনায় ৪.৪৩ শতাংশ রিকভার করেছে ইন্ডাসইন্ড ব্যাঙ্ক।

Share Market News: গতকাল একেবারে ধসে যাওয়ার পর আজ রিকভার করল ইন্ডাসইন্ড ব্যাঙ্ক
Follow Us:
| Updated on: Mar 12, 2025 | 10:05 PM

আজ ১২ মার্চ, গতকাল ২৭ শতাংশের বেশি পড়েছিল ইন্ডাসইন্ড ব্যাঙ্ক। আজ বাজার খোলার পর ৬০৬ টাকা পর্যন্ত পড়ে যায় এই সংস্থার শেয়ারের দাম। তারপর ধীরে ধীরে রিকভার করতে থাকে বাজার। দিন শেষে গতকালের তুলনায় ৪.৪৩ শতাংশ রিকভার করেছে ইন্ডাসইন্ড ব্যাঙ্ক।

ইন্ডাসইন্ড ব্যাঙ্ক জানিয়েছে, তাদের কাছে যথেষ্ট রিজার্ভ আর ক্যাপিটল বা মূলধন রয়েছে আর্থিক খামতি পূরণ করার জন্য। গ্রাহকদের চিন্তার কারণ নেই। ব্যাঙ্কের সিইও তথা ম্যানেজিং ডিরেক্টর সুমন্ত কাঠপালিয়া জানিয়েছেন, গত বছরের সেপ্টেম্বর-অক্টোবর মাসে এই আর্থিক অসঙ্গতি নজরে আসে। রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়াকে প্রাথমিক রিপোর্টও দিয়েছে ব্যাঙ্ক।

একই ভাবে গতকাল স্টারলিঙ্কের সঙ্গে এয়ারটেলের চুক্তির খবর সামনে আসার পর মনে করা হয়েছিল আজ বাড়তে পারে সংস্থার শেয়ারের দাম। কিন্তু আজ দাম উল্টে কমে গিয়েছে।

ভারতের দুই বেঞ্চমার্ক সূচক আজ কিছুটা করে পড়লেও বেড়েছে নিফটি ব্যাঙ্ক ও বিএসই ব্যাঙ্কেক্স সূচক। আজ সামান্য বেড়েছে নিফটি নেক্সট ৫০ সূচকও।

আজ বাড়ল যারা:

আজ আপার সার্কিট হিট করল এসইপিসি (SEPC) লিমিটেড। ১৯..৯৯ শতাংশ বেড়েছে কারিসিল লিমিটেডের শেয়ারের দাম। এ ছাড়াও আজ বেড়েছে ওসিসিএল লিমিটেড, ইন্ডিয়া টুরিজম ডেভেলপমেন্ট কর্প ও এনএসিএল ইন্ডাস্ট্রিজের শেয়ারের দাম।

আজ পড়ল যারা:

আজ সর্বোচ্চ ৯.৯৯ শতাংশ কমেছে ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্ট ট্রাস্টের শেয়ারের দাম। এ ছাড়াও কমেছে উরাভি ডিফেন্স অ্যান্ড টেকনোলজিস, কম্পুকম সফটওয়্যার, ইন্ডিজেন লিমিটেড ও কোস্টাল কর্পোরেশনের শেয়ারের দাম।

বাজারের টুকরো খবর:

  • আজ শেয়ার প্রতি ৬৬ পয়সা ডিভিডেন্ড দিয়েছে ডেটা ইনফ্রা।
  • ৫২ সপ্তাহের সর্বোচ্চ দর আজ ছুঁয়ে ফেলেছে কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক ও ওয়েলস্পান কর্প।
  • আজ ৫২ সপ্তাহের সর্বনিম্ন দর ছুঁয়েছে এমকিওর ফার্মাসিউটিক্যালস, এলটিআই মাইন্ডট্রি, জব কেমিক্যালস অ্যান্ড ফার্মাসিউটিক্যালস, সঃটার হেলথ, টাইটান, ইয়েস ব্যাঙ্ক, আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক, ডেলিভারি, ভিআইপি ইন্ডাস্ট্রিজ, ডালমিয়া ভারত, ইন্ডাসইন্ড ব্যাঙ্কের শেয়ারের দাম।

*১২ মার্চ বাজার বন্ধের সময়ের তথ্য অনুযায়ী

শেয়ারে বিনিয়োগ করতে চাইলে সেই শেয়ারের বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও অ্যানালিসিস করুন। এই লেখা শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।

বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।