Share Market News: বাজার খুলতেই চড়চড়িয়ে উঠল সূচক, মালামাল হলেন বিনিয়োগকারীরা!
Stock Market: সপ্তাহের প্রথম দিনেই বেশ খানিকটা বাড়ল নিফটি ৫০। আজ ১১২ পয়েন্ট বেড়েছে ভারতের এই বেঞ্চমার্ক সূচক। ৩৪১ পয়েন্ট বেড়েছে ভারতের আর এক বেঞ্চমার্ক সূচক সেনসেক্স।

আজ ১৭ মার্চ, সপ্তাহের প্রথম দিনেই বেশ খানিকটা বাড়ল নিফটি ৫০। আজ ১১২ পয়েন্ট বেড়েছে ভারতের এই বেঞ্চমার্ক সূচক। ৩৪১ পয়েন্ট বেড়েছে ভারতের আর এক বেঞ্চমার্ক সূচক সেনসেক্স।
আজ ২৯৩ পয়েন্ট বেড়েছে নিফটি ব্যাঙ্ক। ২৩৯ পয়েন্ট বেড়েছে ফিননিফটি। নিফটি নেক্সট ৫০ বেড়েছে ৪৩০ পয়েন্ট।
ভারতের সূচকের সঙ্গে সঙ্গে আজ ৩৪৩ পয়েন্ট বেড়েছে জাপানের সূচক নিক্কেই। চিনা সূচক হ্যাংসেং বেড়েছে ১৮৫ পয়েন্ট।
আজ বাড়ল যারা:
আজ সর্বোচ্চ ১৯.৯৯ শতাংশ বেড়েছে এনএসিএল ইন্ডাস্ট্রিজ। এ ছাড়াও বেড়েছে নীরজ সিমেন্ট স্ট্রাকচারালস, উদয়শিবকুমার ইনফ্রা, এলগি ইক্যুইপমেন্টস, নূপুর রিসাইকেলার্সের শেয়ারের দাম।
আজ পড়ল যারা:
আজ সর্বোচ্চ ১৫.৫৬ শতাংশ কমেছে আয়ন-টেক সলিউশনস। এ ছাড়াও কমেছে ম্যাগেলানিক ক্লাউড, গ্লোবাল এডুকেশন, এশিয়ান এনার্জি ও বিনানি ইন্ডাস্ট্রিজের শেয়ারের দাম।
বাজারের টুকরো খবর:
- আজ শেয়ার প্রতি ৭৫ পয়সা ডিভিডেন্ড দিয়েছে ব্রেস পোর্ট।
- ২:১০ অনুপাতে স্প্লিট হয়েছে সিকা ইন্টারপ্ল্যান্ট সিস্টেমস।
- ৫২ সপ্তাহের সর্বোচ্চ দর আজ ছুঁয়ে ফেলেছে কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক, এসআরএফ ও অবন্তী ফিডস।
- আজ ৫২ সপ্তাহের সর্বনিম্ন দর ছুঁয়েছে রতনইন্ডিয়া এন্টারপ্রাইজ, টাটা টেকনোলজিস, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ভিআইপি ইন্ডাস্ট্রিজ, AU স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক, আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কের শেয়ারের দাম।
*১৭ মার্চ বাজার বন্ধের সময়ের তথ্য অনুযায়ী
শেয়ারে বিনিয়োগ করতে চাইলে সেই শেয়ারের বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও অ্যানালিসিস করুন। এই লেখা শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।
বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।





