AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Share Market Today: বিদেশি ‘যোগসাজশে’ পড়ছে ভারতের শেয়ার বাজার? প্রকাশ্যে বড় সম্ভাবনা!

Share Market Today: এদিন শেয়ার মার্কেটের প্রথম ঘণ্টির পর এক ঝটকায় ২৪ পয়েন্ট পড়ে যায় সেনসেক্স। দুপুর আড়াইটা পর্যন্ত প্রায় ৩৮৭ পয়েন্ট পড়েছে সেনসেক্স। সপ্তাহের প্রথমদিনে শেয়ার বাজারের এমন আচরণকে শঙ্কার বলেই বর্ণনা করছেন বিনিয়োগকারীরা।

Share Market Today: বিদেশি 'যোগসাজশে' পড়ছে ভারতের শেয়ার বাজার? প্রকাশ্যে বড় সম্ভাবনা!
প্রতীকী ছবিImage Credit: D-Keine/E+/Getty Images
| Updated on: Feb 10, 2025 | 3:40 PM
Share

কলকাতা: আশা ছিল হয়তো পদ্ম শিবিরের দিল্লি দখলের পর নতুন করে চাঙ্গা হতে পারে শেয়ার বাজার। কিন্তু, সোমবার বিনিয়োগকারীদের সেই আশা আদতেই নিরাশায় পরিণত হয়েছে, বলে মত শেয়ারের কারবারিদের। ঠিক কী এমন ঘটল?

এদিন শেয়ার মার্কেটের প্রথম ঘণ্টির পর এক ঝটকায় ২৪ পয়েন্ট পড়ে যায় সেনসেক্স। দুপুর আড়াইটা পর্যন্ত প্রায় ৩৮৭ পয়েন্ট পড়েছে সেনসেক্স। সপ্তাহের প্রথমদিনে শেয়ার বাজারের এমন আচরণকে শঙ্কার বলেই বর্ণনা করছেন বিনিয়োগকারীরা। সপ্তাহ শেষ হতে হাতে যে এখনও অনেক ক’টা দিন। সেখানে প্রথম দিনেই এমন অঘটন চিন্তার বলেই ইঙ্গিত দিচ্ছেন বিশেষজ্ঞরাও।

কিন্তু কেন এমন পতন?

বিশেষজ্ঞরা বলছেন, শেয়ার বাজারের এমন পতনের নেপথ্যে মূলত তিনটি ফ্যাক্টর কাজ করছে।

  • তাদের মতে, দফায় দফায় প্রচুর ভারতীয় বাজার থেকে নিজেদের বিনিয়োগ করা টাকা তুলে নিচ্ছেন বিদেশি বিনিয়োগকারীরা। আর সেই বিদেশি আঘাতে হুড়মুড়িয়ে পড়ছে শেয়ার বাজার।
  • তবে বিদেশি বিনিয়োগ তুলে নেওয়া ছাড়াও শেয়ার বাজারের ক্ষেত্রে শঙ্কার আবহ তৈরি করছে ভারতীয় রুপি। প্রায় এক মাস ধরেই মার্কিন ডলারের সামনে মাথা নত করে চলেছে ভারতীয় মুদ্রা। সোমবারেও অটুট রইল সেই ছবি। এদিন ফের ডলারের সামনে ০.৬ শতাংশ পড়ে গিয়েছে ভারতীয় রুপি।
  • চিন্তা বাড়াচ্ছে ট্রাম্পের ট্যারিফ হুঁশিয়ারি। সেদেশে স্টিল ও অ্যালুমিনিয়াম পণ্যের উপর বাড়তি শুল্কের বোঝা চাপিয়েছেন সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সেই কারণেই শেয়ার বাজারে মাথা নিচু করেছে মেটাল শেয়ারগুলি। এদিন প্রায় ২.৯৪ শতাংশ পড়ে গিয়েছে নিফটি মেটাল ইনডেক্স।