AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SIM Activation, Recharge: আপনার সিম কিন্তু ফোন ধরছে অন্য কেউ, কীভাবে আটকাবেন এমন সর্বনাশ?

Telecom Service Provider: আপনি যদি টানা ৯০ দিন কোনও সিম ব্যবহার না করেন, তাহলে সেই সিমকার্ড ডিঅ্যাকটিভেট হয়ে যায়। জিও, এয়ারটেল বা ভোডাফোন, সকল টেলিকম অপারেটরের সিম থাকলেই এই নিয়ম প্রযোজ্য হয়।

SIM Activation, Recharge: আপনার সিম কিন্তু ফোন ধরছে অন্য কেউ, কীভাবে আটকাবেন এমন সর্বনাশ?
| Updated on: Sep 15, 2025 | 4:21 PM
Share

মনে করুন একদিন আপনাকে ফোন করে আপনার প্রিয়জন বা কোনও পরিচিত মানুষ শুনলেন অন্য কেউ ফোন ধরছে। বা আপনি আপনার প্রিয়জন বা কোনও পরিচিত মানুষকে ফোন করে শুনলেন ওই ফোন নম্বরটি আর তাঁর নেই। তখন কেমন মনের অবস্থা হবে আপনার? হ্যাঁ, এমন কিন্তু ঘটেই থাকে। আর সঠিক সময় ব্যবস্থা না নিলে আপনার সঙ্গেও ঘটতে পারে এমন ব্যাপার। এই বিষয়ে রয়েছে নির্দিষ্ট নিয়মও।

আপনি যদি টানা ৯০ দিন কোনও সিম ব্যবহার না করেন, তাহলে সেই সিমকার্ড ডিঅ্যাকটিভেট হয়ে যায়। জিও, এয়ারটেল বা ভোডাফোন, সকল টেলিকম অপারেটরের সিম থাকলেই এই নিয়ম প্রযোজ্য হয়। আর কোনও ফোন নম্বর অনেকদিন অ্যাকটিভেট না থাকলেই সেই সিম অন্য কারও কাছে বিক্রি করে দেয় টেলিকম সার্ভিস প্রোভাইডর।

আসলে কোনও ৯০ দিন ইনঅ্যাকটিভ থাকলে সেই সিম ডিঅ্যাকটিভেট করে দেয় সংস্থা। তবে, সিমে যদি ব্যালেন্স থাকে, তাহলে ২০ টাকা কেটে নেয়। সঙ্গে আরও ৩০ দিন সময় দেয় টেলিকম সংস্থাগুলো। এই ভাবে প্রতি ৩০ দিন অন্তর ২০ টাকা করে কাটতে থাকে টেলিকম সার্ভিস প্রোভাইডর সংস্থাগুলো। ব্যালেন্স শেষ হয়ে গেলে, সিম ডিঅ্যাকটিভেট করে দেয় সংস্থাগুলো।

মোবাইলের সিম একবার ডিঅ্যাকটিভেট হয়ে গেলে ১৫ দিনের মধ্যে এই সিম চালু করতে হয়। নাহলে ওই সিম পরবর্তীতে আপনি আর ব্যবহার করতে পারবেন না। টেলিকম কোম্পানিগুলো এই ডিঅ্যাকটিভেট সিম তখন অন্য কাউকে বিক্রি করে দেয়। ফলে, আপনার সেকেন্ডারি সিম চালু রাখতে হলে আপনাকে নূন্যতম ব্যালেন্স রিচার্জ করতে হবে এবং ওই সিম মাঝে মাঝে ব্যবহার করতে হবে।