TATA-Apple Deal: এবার সাধ্যের মধ্যেই মিলবে IPhone, ভারতীয়দের কম দামে অ্যাপেলের ফোন দেবে TATA

IPhone Factory: উইসট্রন সংস্থার সঙ্গে টাটার চুক্তি চূড়ান্ত হয়ে যায়, তবে কর্নাটকে আইফোন তৈরির কারখানা তৈরি করা হবে। প্রায় এক বছর ধরে চুক্তি নিয়ে আলোচনা চলছিল টাটা ও উইসট্রনের মধ্যে। ৬০০ মিলিয়ন বা ৬০ কোটি ডলারের চুক্তি হতে পারে।

TATA-Apple Deal: এবার সাধ্যের মধ্যেই মিলবে IPhone, ভারতীয়দের কম দামে অ্যাপেলের ফোন দেবে TATA
কবে সস্তা হবে আইফোন?
Follow Us:
| Edited By: | Updated on: Jul 13, 2023 | 7:07 AM

নয়া দিল্লি: আইফোন (IPhone) কেনার স্বপ্ন রয়েছে আপনার? কিন্তু সাধ্যের বাইরে দাম হওয়ায় স্বপ্নপূরণ করতে পারেন না? তবে আপনার জন্য রয়েছে দারুণ খবর। এবার ভারতে অনেক কম দামে পাওয়া যাবে অ্যাপেলের আইফোন। আগামী বছর থেকেই সস্তায় মিলবে আইফোন। কারণ এবার থেকে ভারতেই তৈরি হবে আইফোন। আর এই আইফোন তৈরি করবে টাটা (TATA) সংস্থা। ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী, অ্য়াপেলের সরবরাহকারী সংস্থা উইসট্রন ফ্য়াক্টরির সঙ্গে টাটা সংস্থার চুক্তি প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে। আগামী অগস্ট মাসের মধ্যেই এই চুক্তিতে সিলমোহর পড়তে পারে। যদি এই চুক্তি চূড়ান্ত হয়ে যায়, তবে টাটাই প্রথম ভারতীয় সংস্থা হবে, যারা আইফোন তৈরি করবে।

সূত্রের খবর, উইসট্রন সংস্থার সঙ্গে টাটার চুক্তি চূড়ান্ত হয়ে যায়, তবে কর্নাটকে আইফোন তৈরির কারখানা তৈরি করা হবে। প্রায় এক বছর ধরে চুক্তি নিয়ে আলোচনা চলছিল টাটা ও উইসট্রনের মধ্যে। ৬০০ মিলিয়ন বা ৬০ কোটি ডলারের চুক্তি হতে পারে।

ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, উইসট্রন অ্যাপেল সংস্থাকে ২০২৪ সালের মার্চ মাসের মধ্যে ১.৮ বিলিয়ন ডলারের আইফোন সরবরাহ করার প্রস্তাব দিয়েছে। আগামী বছরের মধ্যে কারখানার কর্মী সংখ্যাও তিনগুণ করার প্রতিশ্রুতি দিয়েছে ওই সংস্থা। যদি টাটার সঙ্গে উইসট্রনের চুক্তি চূড়ান্ত হয়ে যায়, তবে টাটা সংস্থাই এই বিপুল পরিমাণ আইফোন তৈরির বরাত পেতে পারে। প্রাথমিক স্তরে মূলত আইফোন ১৪ তৈরি করবে টাটা।