Cot: সামান্য খাটিয়ার দাম এক লক্ষ টাকারও বেশি! কেন জানেন

দড়ির তৈরি খাটিয়া সম্প্রতি বিক্রি হয়েছে এক লক্ষ টাকারও বেশি দামে। আমেরিকার একটি ইকমার্স সাইটে বিক্রি হয়েছে ওই খাটিয়া। সেই সাইটে গিয়ে দেখা যাচ্ছে ওই খাটিয়ার দাম ১ লক্ষ ১২ হাজার ২১৩ টাকা।

Cot: সামান্য খাটিয়ার দাম এক লক্ষ টাকারও বেশি! কেন জানেন
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: May 13, 2023 | 12:52 AM

নয়াদিল্লি: বর্তমান যুগে বিভিন্ন ধরনের খাট দেখতে পাওয়া যায়। চিরাচরিত কাঠের তৈরি খাটের পাশাপাশি জায়গা করে নিয়েছে স্টিল ও অন্যান্য ধাতুর তৈরি খাট। কিন্তু আগেকার দিনে খাটিয়ার কথা মনে আছে? চার পায়া সেই খাটে মধ্যে খানে থাকত দড়ি। দড়ি দিয়ে তৈরি সেই খথাচিয়ার উপর কোনও কিছু না পেতেই বসে পড়তেন মানুষ। ই-কমার্স প্ল্যাটফর্মের সৌজন্যে সেই রকম খাট ফের উঠে এসেছে আলোচনায়। আমেরিকার একটি ই-কমার্স সাইট নিজেদের সাইটে বিক্রি করছে সেই খাটিয়া। কিন্তু তা দাম ২, ৫ বা ১০ হাজার নয়। এক লক্ষ টাকারও বেশি। এক লক্ষ টাকার খাটিয়া নিয়েই আলোচনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কেন সামান্য খাটিয়ার এত দাম? সেই প্রশ্নও উঠেছে।

দড়ির তৈরি খাটিয়া সম্প্রতি বিক্রি হয়েছে এক লক্ষ টাকারও বেশি দামে। আমেরিকার একটি ইকমার্স সাইটে বিক্রি হয়েছে ওই খাটিয়া। সেই সাইটে গিয়ে দেখা যাচ্ছে ওই খাটিয়ার দাম ১ লক্ষ ১২ হাজার ২১৩ টাকা। সুসজ্জিত খাটিয়ার এই বিপুল দাম নিয়েই চলছে আলোচনা।

জানা গিয়েছে, ই-কমার্স সাইটে বিক্রি হওয়া ওই খাটিয়া তৈরি করা হয়েছে পাট দিয়ে। পাটের তৈরি দড়ি দিয়ে তৈরি হয়েছে ওই খাটিয়া। তার পায়া গুলিও বিভিন্ন নক্সায় সুসজ্জিত। সম্পূর্ণ পাট দিয়ে তৈরি বলেই ওই খাটিয়ার দাম এত বেশি বলে জানা গিয়েছে।