UPI: অনলাইন লেনদেনের ভোল বদলেছে ইউপিআই, চমকে দেবে তথ্য

Dec 10, 2024 | 9:40 PM

UPI: আইআইএম ও আইএসবি-র অধ্যাপকরা ইউপিআইয়ের ব্যবহার নিয়ে রিসার্চ করেছিলেন। তাঁদের গবেষণাপত্রে বলা হয়েছে, "এই অল্প সময়েই অনলাইনে লেনদেনের ভোল বদলে দিয়েছে ইউপিআই।"

UPI: অনলাইন লেনদেনের ভোল বদলেছে ইউপিআই, চমকে দেবে তথ্য
প্রতীকী ছবি

Follow Us

নয়াদিল্লি: প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে নগদ অর্থের লেনদেনও কমছে। এখন মানিব্যাগে টাকা না থাকলেও চিন্তা থাকে না। মোবাইলে এক মুহূর্তে টাকা লেনদেন করতে পারেন। আর অনলাইনে লেনদেনে বড় ভূমিকা রয়েছে ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেসের (UPI)। ২০১৬ সালে ইউপিআই চালু হওয়ার পর ভারতে আর্থিক লেনদেনের মাধ্যমে বিপুল পরিবর্তন এসেছে। এই মুহূর্তে ভারতে ব্যক্তিগতভাবে ৩০ কোটি মানুষ অনলাইনে লেনদেন করেন। আর ৫ কোটি ব্যবসায়ী অনলাইন লেনদেনে যুক্ত। সদ্য প্রকাশিত এক রিসার্চ পেপার বলছে, গত বছরের অক্টোবর পর্যন্ত অনলাইনে খুচরো লেনদেনের ৭৫ শতাংশ হয়েছে ইউপিআই মাধ্যমে।

আইআইএম ও আইএসবি-র অধ্যাপকরা ইউপিআইয়ের ব্যবহার নিয়ে রিসার্চ করেছিলেন। তাঁদের গবেষণাপত্রে বলা হয়েছে, “এই অল্প সময়েই অনলাইনে লেনদেনের ভোল বদলে দিয়েছে ইউপিআই। ফুটপাথের দোকানদার থেকে বড় বড় মলে ইউপিআই মাধ্যমে লেনদেন হয়।”

ওই গবেষণাপত্রে আরও বলা হয়েছে, যেসব অঞ্চলে ইউপিআই ব্যবহারের প্রবণতা বেশি, সেখানে প্রথমবার ঋণ নেওয়ার হার ৪ শতাংশ বেড়েছে। ব্যাঙ্ক থেকে অনেক সময় ঋণ পেতে সমস্যায় পড়তে হয় ক্ষুদ্র ব্যবসায়ীদের। অনলাইনে দ্রুত ঋণ পেয়ে যান তাঁরা। ফলে অনলাইনে ঋণগ্রহীতার সংখ্যা ক্রমশ বাড়ছে। তবে ঋণের হার বাড়লেও ঋলখেলাপির হার বাড়েনি। গবেষকরা বলছেন, দেশজুড়ে ইন্টারনেট পরিষেবা বাড়ার ফলে ইউপিআই ব্যবহারও বেড়েছে। ইউপিআই ব্যবহারের সাফল্য অন্য দেশকেও এই প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করবে বলে মনে করেন গবেষকরা।

 

Next Article