ধসের বাজারেও খেলা ঘোরাচ্ছে Vodafone-Idea, দু’দিনেই প্রায় ১৪ কোটির ট্রেডিং, আরও লাভ অচিরেই?

Vodafone Idea: লক্ষ্য একটাই, আরও বেশি গ্রাহক টানা। যেভাবে সংস্থাটি তাঁর সামগ্রিক উন্নয়নের উপর জোর দিচ্ছে তাতে আগামীতে এর সুফলও ঘরে তুলতে পারে বলে মনে করছেন ওয়াকিবহাল মহলের বড় অংশ। এখন দেখার ভবিষ্যতে কী হয়।

ধসের বাজারেও খেলা ঘোরাচ্ছে Vodafone-Idea, দু’দিনেই প্রায় ১৪ কোটির ট্রেডিং, আরও লাভ অচিরেই?
প্রতীকী ছবি Image Credit source: Getty Images
Follow Us:
| Updated on: Jan 15, 2025 | 8:33 PM

কলকাতা: মোটের উপর সময়টা ভাল যাচ্ছে না দালাল স্ট্রিটের। যদিও এরইমধ্যে আশার আলো দেখছেন ভোডাফোন আইডিয়া লিমিটেডের বিনিয়োগকারীরা। ধসের বাজারেও কিছুটা হলেও স্বস্তিতে। বিগত কয়েকদিনের পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যাবে ধীর গতিতে হলেও ভালই বাড়ছে ভোডাফোন আইডিয়ার শেয়ারের দাম। বুধবার একটানা দ্বিতীয় দিন কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। ১১.৮৬ শতাংশ বেড়ে বর্তমান দাম দাম দাঁড়িয়েছে ৯.২৪ টাকায়। মাত্র দুই দিনে ১৯.৩৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই সময়ে ১৩.২৮ কোটি শেয়ারের ট্রেডিং হয়েছে বলেও জানা যাচ্ছে। যা গত দুই সপ্তাহে গড়ে ৪.৭৮ কোটি শেয়ার বিক্রির চেয়ে অনেক বেশি। 

তথ্য এও বলছে, এই সময়কালে মোট লেনদেন হয়েছে ১১৭.৭০ কোটি টাকার। যার হাত ধরে সংস্থার মার্কেট ক্যাপ পৌঁছে যায় ৬২,৮৬৯.২৩ কোটি টাকায়। আগামীতে আরও উন্নততর ৪জি ও ৫জি পরিষেবা দিতে চাইছে ভোডাফোন আইডিয়া। সেই মতো ঢেলে সাজানো হচ্ছে সামগ্রিক পরিকাঠামোও। সম্প্রতি, দেশের অন্যতম নামজাদা টেলিকম সংস্থাটি HCLSoftware-এর সঙ্গে গাঁটছড়া বেঁধেছে। ওয়াকিবহাল মহলের একটা বড় অংশের ধারনা, সেই খবর সামনে আসতেই নতুন উদ্যোমে ঘুরে দাঁড়াচ্ছে এই ভোডাফোন আইডিয়া।

তবে লক্ষ্য একটাই, আরও বেশি গ্রাহক টানা। যেভাবে সংস্থাটি তাঁর সামগ্রিক উন্নয়নের উপর জোর দিচ্ছে তাতে আগামীতে এর সুফলও ঘরে তুলতে পারে বলে মনে করছেন ওয়াকিবহাল মহলের বড় অংশ। এই অবস্থায় যাঁরা এই স্টকটি ধরে রাখতে চাইছেন তারা ভবিষ্যতে মোটা লাভের মুখ দেখতে পারেন বলেও মনে করছেন শেয়ার বিশেষজ্ঞদের অনেকেই। অনেকেই বলছেন খুব দ্রুত স্টকের দাম ১২টাকার গণ্ডিও পার করে যেতে পারে।