Vodafone Idea: মঙ্গলে পকেট ‘ভরাল’ ভোডাফোন-আইডিয়া! মোদী ‘ম্যাজিকেই’ কি ঘুরল শেয়ারের চাকা?
Vodafone Idea: মঙ্গলবার বাজারের প্রথম ঘণ্টি বাজতেই সকাল সকাল লাভের মুখ দেখল ভোডাফোন-আইডিয়ার শেয়ারে বিনিয়োগকারীরা। এক লাফে দর বেড়ে পৌঁছে গেল ৭.৪৮ টাকায়।

কলকাতা: শেয়ার বাজারে মোদী ম্যাজিক? গতকাল টেলিকম পরিষেবা সংস্থা ভোডাফোন-আইডিয়া (Vodafone Idea) জানিয়েছে, তাদের সংস্থায় অংশীদারিত্ব বাড়াচ্ছে কেন্দ্র। তারপরেই মঙ্গলবার দালাল স্ট্রিটে পড়ল হইচই। বাজার খুলতেই এক লাফে ১০ শতাংশ বেড়ে গেল এই সংস্থার শেয়ারের দর।
গত সপ্তাহে বাজার বন্ধের আগে ভোডাফোন-আইডিয়ার শেয়ারের দর ছিল ৬.৪৮ টাকা। সোমবার ইদের কারণে খোলেনি দালাল স্ট্রিট। মঙ্গলবার বাজারের প্রথম ঘণ্টি বাজতেই সকাল সকাল লাভের মুখ দেখল ভোডাফোন-আইডিয়ার শেয়ারে বিনিয়োগকারীরা। এক লাফে দর বেড়ে পৌঁছে গেল ৭.৪৮ টাকায়।
উল্লেখ্য, বাজারে জিয়োর (Jio) আধিপত্য বাড়ার পর থেকেই ধুঁকছে ভোডাফোন-আইডিয়া (Vodafone Idea)। একদিকে কমছে গ্রাহক, অন্যদিকে সরকারের কাছে বেড়ে চলছিল ঋণের পরিমাণ। ধাপে ধাপে কিছুটা শোধ দিলেও, ঋণের বোঝা এতটাই যে টাকা ফিরিয়েও মাথা থেকে চাপ নামছিল না।
ওয়াকিবহাল মহলের দাবি, যে গতিতে চলছিল তাদের সংস্থা। তাতে খুব শীঘ্রই হয়তো ঋণ শোধ করতে না পেরে সম্ভবত নিজেদের দেউলিয়া ঘোষণা করত ভোডাফোন-আইডিয়া। কিন্তু তা হয়নি। বরাবরই ঋণ শোধের জন্য কেন্দ্রের থেকে যথাযথ সময় দেওয়া হয়েছে এই টেলিকম সংস্থাকে। এমন কি অনেক টাকা ঋণ মকুব করে তার পরিবর্তে অংশীদারিত্ব কিনেছে কেন্দ্র।
এতদিন পর্যন্ত কেন্দ্রের এই সংস্থায় অংশীদারিত্বের পরিমাণ ছিল ২২ শতাংশ। যা একটা ঘোষণার পর বেড়ে হতে চলেছে প্রায় ৪৯ শতাংশ। টেলিকম সংস্থার তরফে জানা গিয়েছে, তাদের থেকে ৩৬ হাজার ৯৫০ কোটি টাকা পাওনা রয়েছে কেন্দ্রের। যা এখনও পরিশোধ করতে না পারায় সেই অর্থের পরিবর্তে শেয়ার প্রতি দশ টাকার হিসাবে ৩ হাজার ৯৫০ কোটি ইক্যুইটি শেয়ার কিনছে কেন্দ্র। আর এই ঘোষণার পরেই মঙ্গলবার এক লাফে ১০ শতাংশ বাড়ল শেয়ারের দর।





