বিরাট ক্ষতির মুখে Blinkit, ৪৪,৬২০ কোটি লোকসান Zomato-র

Jan 22, 2025 | 9:54 PM

Zomato: সংস্থার কুইক কমার্স প্লাটফর্ম 'ব্লিঙ্কিট' নিয়েও আশঙ্কা বেড়েছে সংস্থার। ব্লিঙ্কিট-এর লোকসান অব্যাহত থাকবে বলেই মনে করছেন সংস্থার কর্তাদের একাংশ।

বিরাট ক্ষতির মুখে Blinkit, ৪৪,৬২০ কোটি লোকসান Zomato-র
ক্ষতির মুখে Zomato-Blinkit
Image Credit source: Getty Image

Follow Us

নয়া দিল্লি: গত কয়েকদিন ধরে শেয়ার বাজারে পতনের মুখ দেখছে জোমাটো। বুধবার জোমাটোর শেয়ারের দাম ৫.১ শতাংশ কমে ২০৩.৮০ টাকায় নেমে আসে। জোমাটোর তৃতীয় ত্রৈমাসিকের ফল সংস্থার প্রত্যাশা পূরণ করতে পারেনি, ফলে শেয়ারের দামও কমেছে। লোকসান বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

গত তিন দিনে জোমাটো ৪৪,৬২০ কোটি টাকা লোকসান করেছে। ফলে মার্কেট ক্যাপিটালাইজেশন কমে হয়েছে ২,০১,৮৮৫ কোটি টাকা। তৃতীয় প্রান্তিকের শেষে জোমাটো-র ৫৯ কোটি টাকা মুনাফা হয়েছে, গত বছরের একই প্রান্তিকে যা ছিল ১৩৮ কোটি টাকা। জানা গিয়েছে, জোমাটো-র খাদ্য সরবরাহের মোট অর্ডারের মূল্য ৫৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

সংস্থার কুইক কমার্স প্লাটফর্ম ‘ব্লিঙ্কিট’ নিয়েও আশঙ্কা বেড়েছে সংস্থার। ব্লিঙ্কিট-এর লোকসান অব্যাহত থাকবে বলেই মনে করছেন সংস্থার কর্তাদের একাংশ। জোমাটো ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে ব্লিঙ্কিটের স্টোরের সংখ্যা ২০০০-এ নিয়ে যেতে যায়।

অন্যদিকে, জোমাটোর প্রতিযোগী সংস্থা সুইগি-র শেয়ারও ৮ শতাংশ কমেছে। কোম্পানির শেয়ারের দাম আট শতাংশেরও বেশি কমেছে। বিএসইতে কোম্পানির শেয়ার ৮.০৮ শতাংশ কমে ৪৪০.৩০ টাকায় বন্ধ হয়েছে। একই সময়ে, এনএসইতেও, এটি ৮.০১ শতাংশ কমে ৪৪০.৮০ টাকায় বন্ধ হয়েছে। কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশন দাঁড়িয়েছে ৯৮,৫৫৮.৮৪ কোটি টাকায়। জানা যাচ্ছে, ব্লিঙ্কিট-এর পরিষেবা আরও বাড়ানোর জন্য বিপুল টাকা খরচ করা হয়েছে, সেই কারণেই গত বছরের তুলনায় এবার লোকসান অনেক বেশি হয়েছে বলে মনে করা হচ্ছে।

Next Article