Central Bank of India Recruitment 2023: সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়ায় চাকরির দারুণ সুযোগ, এই তারিখের মধ্যে করুন আবেদন

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Jul 06, 2023 | 7:00 AM

Central Bank of India Recruitment 2023: সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, মোট ১ হাজার শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। শূন্যপদে নিয়োগের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আবেদন পাঠানোর শেষ তারিখ ১৫ জুলাই।

Central Bank of India Recruitment 2023: সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়ায় চাকরির দারুণ সুযোগ, এই তারিখের মধ্যে করুন আবেদন
ফাইল চিত্র
Image Credit source: Twitter

Follow Us

নয়া দিল্লি: ব্য়াঙ্কে চাকরির দারুণ সুযোগ। সেন্ট্রাল ব্য়াঙ্ক অব ইন্ডিয়ার (Central Bank of India) তরফে প্রকাশ করা হল কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। জানানো হয়েছে, ম্যানেজার স্কেল-২ তে কর্মী নিয়োগ করা হবে। ইতিমধ্যেই এই শূন্যপদে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আগামী ১৫ জুলাই অবধি শূন্যপদে আবেদন জানানো যাবে। আগ্রহী আবেদনকারীরা সরাসরি সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট centralbankofindia.co.in – এ গিয়ে আবেদন জানাতে পারেন।

সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, মোট ১ হাজার শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। শূন্যপদে নিয়োগের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আবেদন পাঠানোর শেষ তারিখ ১৫ জুলাই। চলতি বছরের অগস্ট মাসের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে এই শূন্যপদে নিয়োগের পরীক্ষা হবে।

আবেদন ফি-

এই শূন্যপদে যারা আবেদন করতে চান, তাদের ৮৫০ টাকা আবেদন ফি জমা দিতে হবে। তবে জনজাতি, উপজাতি, বিশেষভাবে সক্ষম ও মহিলা আবেদনকারীদের মাত্র ১৭৫ টাকা আবেদন ফি জমা দিতে হবে।

আবেদন প্রক্রিয়া-

  • এই শূন্যপদে আবেদন করার জন্য প্রথমেই সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট centralbankofindia.co.in- এ যেতে হবে।
  • ওয়েবসাইটের হোমপেজে রিক্রুটমেন্ট ট্য়াবে ক্লিক করতে হবে।
  • এবার আবেদন পত্র পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে।
  • এরপরে আবেদন ফি জমা দিয়ে ফর্ম সাবমিট করতে হবে এবং ফর্মটি ডাউনলোড করতে হবে।