Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Railway Recruitment: ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা বা স্নাতক ডিগ্রি থাকলেই রেলে চাকরির সুযোগ, জেনে নিন বিস্তারিত

Railway Recruitment: ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা বা স্নাতক ডিগ্রি থাকলেই এই পদে আবেদন করা যাবে। ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। অনলাইনে আবেদন করা যাবে।

Railway Recruitment: ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা বা স্নাতক ডিগ্রি থাকলেই রেলে চাকরির সুযোগ, জেনে নিন বিস্তারিত
ভারতীয় রেল
Follow Us:
| Edited By: | Updated on: Jun 13, 2023 | 12:34 AM

নয়া দিল্লি: রেলে চাকরি করতে চান? সেন্ট্রাল রেলওয়ের (Indian Railway) জন্য জুনিয়ার টেকনিক্যাল অ্যাসোসিয়েট (Junior Technical Associate) পদের জন্য সম্প্রতি বিজ্ঞপ্তি জারি করেছে রেল। ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা বা স্নাতক ডিগ্রি থাকলেই এই পদে আবেদন করা যাবে। ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। অনলাইনে আবেদন করা যাবে। আবেদনের শেষ তারিখ ৩০ জুন, ২০২৩।

মোট শূন্যপদ ও কোন কোন পদে নিয়োগ হবে?

অ্যাসোসিয়েট, জুনিয়ার টেকনিক্যাল অ্যাসোসিয়েট পদে নিয়োগ হবে। মোট ৩৫টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা

প্রার্থীদের কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রনিক্স/ ইনফরমেশন টেকনোলজি/ কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ কম্পিউটার সায়েন্স/ কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক বা ডিপ্লোমা করে থাকতে হবে।

বয়স

সবকটি পদের জন্যই জেনারেল ক্যাটেগরির প্রার্থীদের বয়স ১৮ বছর থেকে ৩৩ বছর এবং এসটি বা এসসি প্রার্থীদের বয়স ১৮ বছর থেকে ৩৮ বছরের মধ্যে থাকতে হবে।

আবেদন ফি

জেনারেল ক্যাটেগরির প্রার্থীদের জন্য আবেদন ফি ৫০০ টাকা এবং এসসি, এসটি, ওবিসি, মহিলা, সংখ্যালঘু সম্প্রদায়ের প্রার্থীদের জন্য আবেদনের ফি ২৫০ টাকা

নির্বাচন পদ্ধতি

মেধা, লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে। মোট ১০০ নম্বরের পরীক্ষা হবে। এর মধ্যে কেবল ইন্টারভিউয়ের জন্য থাকবে ৩০ নম্বর।

এই বিষয়ে আরও বিস্তারিত জানতে রেল বা সাউথ সেন্ট্রাল রেলওয়ের ওয়েবসাইট দেখতে পারেন।