FTII Admission: পুনের ফিল্ম ইনস্টিটিউটে অ্যাডমিশন চান? কী ভাবে হবে সেই কাজ?
FTII Admission: পুনেতে অবস্থিত ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া (FTII) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে সিনেমা ও টেলিভিশন সংক্রান্ত বিভিন্ন কোর্সে ভর্তি নেওয়ার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সম্প্রতি। যারা সিনেমা ও মিডিয়ার জগতে কেরিয়ার গড়তে চান, তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ।

বড় হয়ে ফিল্ম বানাতে চান অনেকেই। রুপোলি পর্দায় নিজের কেরিয়ার গড়তে চান। কেউ চান অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠীত করতে। কেউ চান ফিল্মের অন্য কোনও কাজে নিজেকে পটু করে তুলতে। আর তাই অনেকেই অ্যাডমিশন পেতে চান পুনের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া (FTII)-তে। এই প্রতিষ্ঠানে পড়াশোনা করেছেন অনুপম খের থেকে শুরু করে আরও অনেক নামীদামী অভিনেতা-পরিচালকরা। এক সময়ে এই প্রতিষ্ঠানে শিক্ষকতা করতেন স্বয়ং ঋত্বিক ঘটকও।
পুনেতে অবস্থিত ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া (FTII) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে সিনেমা ও টেলিভিশন সংক্রান্ত বিভিন্ন কোর্সে ভর্তি নেওয়ার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সম্প্রতি। যারা সিনেমা ও মিডিয়ার জগতে কেরিয়ার গড়তে চান, তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। মাস্টার অফ ফাইন আর্টস (MFA) এবং এক বছরের পোস্ট গ্র্যাজুয়েট সার্টিফিকেট কোর্সগুলিতে আগ্রহী ও যোগ্য প্রার্থীদের কাছ থেকে অনলাইন আবেদন চাওয়া হয়েছে।
আর কী কী বিষয়ে পড়ানো হয়?
১। পরিচালনা ও স্ক্রিনপ্লে লেখা।
২। সিনেমাটোগ্রাফি।
৩। এডিটিং।
৪। সাউন্ড রেকর্ডিং ও ডিজাইন।
৫। আর্ট ডিরেকশন ও প্রোডাকশন ডিজাইন।
৬। স্ক্রিন অ্যাক্টিং।
৭। স্ক্রিনরাইটিং (ফিল্ম, টিভি ও ওয়েব সিরিজ)।
MFA কোর্সে আসন সংখ্যা কত?
১। প্রত্যেক বিভাগে আসন সংখ্যা: ১১টি করে
২। স্ক্রিন অ্যাক্টিং ও স্ক্রিনরাইটিং-এ: ১৬টি করে
৩। টেলিভিশন উইং (১ বছরের পিজি সার্টিফিকেট কোর্স): টিভি ডিরেকশন
৪। ইলেকট্রনিক সিনেমাটোগ্রাফি
ভিডিও এডিটিং আসন সংখ্যা –
১। সাউন্ড ও টিভি ইঞ্জিনিয়ারিং প্রতিটি কোর্সে আসন সংখ্যা: ১১টি করে।
কী যোগ্যতা প্রয়োজন?
যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি থাকতে হবে। আর্ট ডিজাইন কোর্সের জন্য ফাইন আর্টস ব্যাকগ্রাউন্ড বাধ্যতামূলক।
১ বছরের কোর্সের জন্য যে কোনও ডিগ্রি থাকলেই আবেদন করা যাবে। এই ক্ষেত্রে বয়সের কোনো ঊর্ধ্বসীমা নেই, তবে ভর্তি পরীক্ষার সময় ডিগ্রি সম্পূর্ণ থাকতে হবে।
আবেদন গ্রহণ শুরু হয়েছে ১৫ জুন, ২০২৫। আবেদনের শেষ তারিখ ১১ জুলাই, ২০২৫।
পরীক্ষার খুঁটিনাটি –
স্টেজ ১ লিখিত পরীক্ষা – ২৭ জুলাই, ২০২৫।
অ্যাডমিট কার্ড ডাউনলোড – ২০-২৬ জুলাই, ২০২৫।
ক্লাস শুরু নভেম্বর ২০২৫-র তৃতীয় সপ্তাহ থেকে
আবেদনের ফি:
এক কোর্সের জন্য:
জেনারেল বা ওবিসি ১৫০০ টাকা। SC/ST/PwBD/মহিলা ৫০০ টাকা।
দুটি কোর্সের জন্য:
জেনারেল বা ওবিসি ২৫০০ টাকা। SC/ST/PwBD/মহিলা ৮০০ টাকা।
প্রবেশ প্রক্রিয়া দুটি ধাপে হবে — প্রথমে লিখিত পরীক্ষা, এরপর প্র্যাকটিক্যাল , অভিনয় , ইন্টারভিউ রাউন্ড। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করে এই সুযোগ গ্রহণ করতে পারেন।
