Recruitment News: উত্তর ২৪ পরগনায় স্বাস্থ্য দফতরে একাধিক পদে নিয়োগ, আবেদন শুরু ২২ সেপ্টেম্বর
২২ সেপ্টেম্বর থেকে এই পদের জন্য আবেদন গ্রহণ শুরু হবে। আবেদন করার শেষ দিন ৬ অক্টোবর। এই সব পদের জন্য কেবলমাত্র অনলাইনেই আবেদন করতে হবে। অন্য কোনও পদ্ধতিতে আবেদন গৃহীত হবে না। তবে এই সব পদের জন্যই লোক নেওয়া হবে চুক্তির ভিত্তিতে।
কলকাতা: জাতীয় স্বাস্থ্য মিশনের (National Health Mission) অধীনে লোক নিয়োগ করা হবে উত্তর ২৪ পরগনা জেলায়। ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, মাল্টি রিহ্যাবিলেশন ওয়ার্কার, ল্যাব টেকনিশিয়ান, ফার্মাসিস্ট, জিডিএমও, স্টাফ নার্স, অপথ্যালমিক অ্যাসিট্যান্ট-সহ একাধিক পদে এই নিয়োগ করা হবে। এই সব পদের জন্য কী শিক্ষাগত যোগ্যতা লাগবে, বয়সসীমা কত হবে। তা বিস্তারিত উল্লেখিত হয়েছে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে।
২২ সেপ্টেম্বর থেকে এই পদের জন্য আবেদন গ্রহণ শুরু হবে। আবেদন করার শেষ দিন ৬ অক্টোবর। এই সব পদের জন্য কেবলমাত্র অনলাইনেই আবেদন করতে হবে। অন্য কোনও পদ্ধতিতে আবেদন গৃহীত হবে না। তবে এই সব পদের জন্যই লোক নেওয়া হবে চুক্তির ভিত্তিতে।
ক্লিনিক্যাল সাইকোলজিস্ট পদে আবেদনের জন্য বয়সের সর্বোচ্চ সীমা ৪০ বছর। এই পদে চার জন লোক নেওয়া হবে। প্রতি মাসে ৩০ হাজার টাকা বেতন দেওয়া হবে। অন্য দিকে মাল্টি রিহ্যাবিলেশন ওয়ার্কার হিসাবে ১২ জনকে নেওয়া হবে। এই পদের জন্য বেতন দেওয়া হবে প্রতি মাসে ১৮ হাজার টাকা। ল্যাব টেকনিশিয়ান হিসাবে ১৫ জনকে নেওয়া হবে। এই পদের জন্য প্রতি মাসে বেতন দেওয়া হবে ২২ হাজার টাকা। বাকি পদের জন্য বিস্তারিত তথ্য উল্লেখিত হয়েছে অফিসিয়াল বিজ্ঞপ্তি। এই লিঙ্কে ক্লিক করে দেখুন বিজ্ঞপ্তি।