West Bengal Teacher Recruitment: শিক্ষক নিয়োগ করতে চলেছে রামকৃষ্ণ মিশন, আবেদনপত্র ডাউনলোড করুন এখানে

Teaching Jobs West Bengal: এবার শিক্ষক নিয়োগের বড়সড় সুযোগ নিয়ে এল সারগাছি রামকৃষ্ণ মিশন। এই স্কুলে স্থায়ী পদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

West Bengal Teacher Recruitment: শিক্ষক নিয়োগ করতে চলেছে রামকৃষ্ণ মিশন, আবেদনপত্র ডাউনলোড করুন এখানে
ছবি- প্রতীকী চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Apr 11, 2022 | 3:09 PM

কলকাতা: দীর্ঘদিন ধরে রাজ্যে শিক্ষক নিয়োগের পরীক্ষা স্থগিত। অসংখ্য চাকরিপ্রার্থী শিক্ষকতার প্রশিক্ষণ নিয়েও উপযুক্ত সুযোগের অভাবে চাকরি পাচ্ছেন না। তাই অনেকেই বাধ্য হয়ে পেশা পরিবর্তন করতে বাধ্য হচ্ছেন। এবার শিক্ষক নিয়োগের বড়সড় সুযোগ নিয়ে এল সারগাছি রামকৃষ্ণ মিশন। এই স্কুলে স্থায়ী পদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কোন কোন বিষয়ে শিক্ষক নিয়োগ করা হবে এবং আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জেনে নিন…

  1. বাংলা বিষয়ে সহকরী শিক্ষক পদে নিয়োগ করবে সারগাছি রামকৃষ্ণ মিশন। ১/১/২০২২ এর হিসেবে আবেদনকারীর বয়স ২০ থেকে ৪০ বছরেরে মধ্য হতে হবে। তবে শুধুমাত্র পুরুষ চাকরি প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ- ১৬ এপ্রিল ২০২২।
  2. এই পদে আবেদনের জন্য বাংলায় স্নাতকোত্তর পাশ করা বাধ্যতামূলক। সঙ্গে বি.এডের প্রশিক্ষণ নেওয়া থাকতে হবে। চাকরি প্রার্থী এই পদের জন্য নির্বাচিত হলে সরকারি বেতন কাঠামো অনুযায়ী বেতন মিলবে।
  3. অনলাইনে আবেদন করার কোনও সুযোগ নেই। ইচ্ছুক আবেদনপ্রার্থীকে অফলাইনেই আবেদন করতে হবে। আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় যাবতীয় নথিপত্রসহ খামে স্কুলে ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। আবেদন ফি বাবদ ৩০০ টাকা State Bank Of India- Acc No: 34106623582 IFSC Code: SBIN0015206, Sargachi Branch এই অ্যাকাউন্টে জমা দিতে হবে।
  4. আবেদনপত্র যাচাই করার পর বিদ্যালয়ের তরফে যোগ্য প্রার্থীদের নাম স্কুলের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। একসঙ্গেই ওই বিজ্ঞপ্তিতে লিখিত পরীক্ষার তারিখ ও সময় জানিয়ে দেওয়া হবে। আবেদন প্রার্থীর ঠিকানায় অ্যাডমিট কার্ড পাঠানো হবে। লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং অ্যাকাডেমিক নথি বিশ্লেষণ করে চূড়ান্ত তালিকা তৈরি হবে। সেখান থেকে ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই হবে। ও
  5. আবেদন পাঠানোর ঠিকানা: The Secretary Sargachi Ramakrishna Mission High School, P.O- Sargachi Ashram, District- Murshidabad, Pin Code: 742408

বিজ্ঞপ্তিআবেদন পত্র ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

আরও পড়ুন Ropeway Accident: পাহাড়ের ওপর ছিঁড়ে গেল রোপওয়ে, তার ধরে ঝুলছে মানুষ! ঘুরতে গিয়ে বলি ৩