AIESL Recruitment: AIESL-এ ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ একাধিক পদে, বেতন প্রায় দেড় লক্ষ টাকার কাছাকাছি

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Nov 03, 2022 | 9:20 AM

AIESL Recruitment: AIESL-এ একাধিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ওয়াক-ইন ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থী বেছে নেওয়া হবে।

AIESL Recruitment: AIESL-এ ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ একাধিক পদে, বেতন প্রায় দেড় লক্ষ টাকার কাছাকাছি
ছবি সৌজন্যে: AIESL

Follow Us

কলকাতায় ফের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এয়ার ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস লিমিটেড (Air India Engineering Services Limited) সম্প্রতি একজ়িকিউটিভ ও জুনিয়র একজ়িকিউটিভ পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা ওয়াক-ইন-ইন্টারভিউতে যোগ দিতে পারেন। ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থী বেছে নেওয়া হবে। এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত জেনে নিন।

নিয়োগকারী সংস্থার নাম:

এয়ার ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস লিমিটেড (Air India Engineering Services Limited)

পদের নাম:

একজ়িকিউটিভ (Executive) ও জুনিয়র একজ়িকিউটিভ (Junior Executive) পদে নিয়োগ করা হবে।

মোট শূন্যপদের সংখ্যা:

মোট ২৭ টি পদের জন্য করা হচ্ছে নিয়োগ। একজ়িকিউটিভ-ফিন্যান্স (সিনিয়র লেভেল) পদে ২ টি, একজ়িকিউটিভ-ফিন্যান্স (লেভেল II) পদে ২ টি, একজ়িকিউটিভ-ফিন্যান্স পদে ৯ টি ও জুনিয়র একজ়িকিউটিভ-ফিন্যান্স পদে ১৪ টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে।

বেতন:

মাস গেলে বেতন মিলবে ৫০ হাজার টাকা থেকে ১ লক্ষ ২০ হাজার টাকা।

নিয়োগস্থল:

মহারাষ্ট্রের মুম্বই, নয়া দিল্লি ও পশ্চিমবঙ্গের কলকাতায় নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা:

বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রার্থীদের একাধিক বিভিন্ন পদের জন্য কোনও স্বীকৃতপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে সিএ, আইসিডব্লুএ, এমবিএ, এম.কম পাস করতে হবে।

বয়সসীমা:

এই পদে আবেদনের জন্য প্রার্থীর বয়স ৪৫ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত প্রার্থীদের জন্য বয়সে ছাড় থাকবে।

আবেদনমূল্য :

এই পদে আবেদনের জন্য কোনও টাকা দিতে হবে না প্রার্থীদের।

নির্বাচন পদ্ধতি:

ওয়াক-ইন ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীকে বেছে নেওয়া হবে।

ইন্টারভিউস্থলের ঠিকানা:

এয়ার ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস লিমিটেড, এপিইউ সেন্টার, পার্সোনেল ডিপার্টমেন্ট, ফার্স্ট ফ্লোর, নিউ টেকনিক্যাল এরিয়া, দমদম, কলকাতা, পশ্চিমবঙ্গ-৭০০০৫২

ইন্টারভিউয়ের দিনক্ষণ:

কলকাতায় ১৪ নভেম্বর ইন্টারভিউয়ের দিন নির্ধারিত হয়েছে।

সরকারি বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন 

যাঁরা ওয়াক ইন-ইন্টারভিউতে অংশ নিতে ইচ্ছুক তাঁদের এই লিঙ্কে ক্লিক করে নিজের সম্বন্ধে বিস্তারিত তথ্য দিতে হবে।