Job in CRPF: দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হলে মিলবে চাকরি, বেতন ন্যুনতম ২৫ হাজার
Job in CRPF: একাধিক পদে নিয়োগ চলছে, তবে একের বেশি পদে আবেদন করলে সেই আবেদন বাতিল করে দেওয়া হবে। শুধুমাত্র অনলাইনেই আবেদন করা যাবে।
নয়া দিল্লি: দেশের একাধিক গুরুত্বপূর্ণ সীমান্তে দায়িত্বে রয়েছে সিআরপিএফ। সেই বাহিনীতে যোগ দেওয়ার ইচ্ছা থাকে অনেকেরই। এবার সেই সুযোগ এল ইচ্ছুক চাকরি প্রার্থীদের জন্য। ৪ জানুয়ারি বুধবার সিআরপিএফে (CRPF) চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সিআরপিএফ-এর অফিশিয়াল ওয়েবসাইট crpf.gov.in-এর মাধ্যমে আবেদন করতে হবে। একাধিক পদে নিয়োগ চলছে, তবে একের বেশি পদে আবেদন করলে সেই আবেদন বাতিল করে দেওয়া হবে। শুধুমাত্র অনলাইনেই আবেদন করা যাবে। কম্পিউটার টেস্ট, স্কিল টেস্ট ও শারীরিক পরীক্ষা করার পরই হবে নিয়োগ।
মোট ১৪৫৮ টি পদে নিয়োগ করা হবে। এর মধ্যে ১৪৩ টি হল সিআরপিএফের অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পদ ও ১৩১৫ টি হল হেড কনস্টেবল পদ।
২৫ জানুয়ারির মধ্যে আবেদন করতে হবে। ১৫ ফেব্রুয়ারি প্রার্থীদের অ্যাডমিট কার্ড দেওয়া হবে। ২২ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারির মধ্যে নেওয়া হবে কম্পিউটার পরীক্ষা।
দ্বাদশ শ্রেণি বা সমতুল্য কোনও পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তবেই এই পদগুলিতে চাকরির জন্য আবেদন করা যাবে। ২৫ জানুয়ারি পর্যন্ত যাঁদের বয়স ১৮ থেকে ২৫-এর মধ্যে থাকলে তবেই আবেদন করা যাবে।
সিআরপিএফের অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পদের ক্ষেত্রে বেতন হবে ২৯ হাজার ২০০ থেকে ৯২ হাজার ৩০০। আর হেড কনস্টেবল পদের ক্ষেত্রে বেতন হবে ২৫ হাজার ৫০০ থেকে ৮১ হাজার ১০০।