AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Data Entry Operator Jobs : রাজ্যে মিড-ডে মিল প্রকল্পে ডেটা এন্ট্রি অপারেটরের চাকরি, আবেদন চলবে ১১ অগাস্ট পর্যন্ত

Data Entry Operator Jobs : জলপাইগুড়ির ব্লকে ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হবে। মাসিক বেতন মিলবে ১১ হাজারা টাকা।

Data Entry Operator Jobs : রাজ্যে মিড-ডে মিল প্রকল্পে ডেটা এন্ট্রি অপারেটরের চাকরি, আবেদন চলবে ১১ অগাস্ট পর্যন্ত
গ্রাফিক্স সৌজন্যে : টিভি৯ বাংলা
| Edited By: | Updated on: Jul 18, 2022 | 8:45 AM
Share

বর্তমানে চাকরির বাজারে মন্দা দেখা গিয়েছে। করোনার পর চাকরির বাজারের পরিস্থিতি খারাপ হয়েছে। যোগ্যতা থাকলেও চাকরি পেতে কালঘাম ছুটছে। এদিকে বাড়তে থাকা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দামে নাজেহাল জনজীবন। এখন এক মুঠো ভাত জোগাড় করা দুর্বিসহ হয়ে পড়েছে। এই বাজারে চাকরি বা রোজগার ছাড়া দিনযাপন খুবই কঠিন। এই আবহে রাজ্যে শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ডেটা এন্ট্রি পদে নিয়োগ হচ্ছে রাজ্যেই। এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত জেনে নিন।

পদের নাম :

ব্লক লেভেল ডেটা এন্ট্রি অপারেটর (Data Entry Operator)

নিয়োগস্থল :

জলপাইগুড়ি

শূন্যপদ :

১ টি পদের জন্য নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা :

এই পদে আবেদন করার জন্য আবেদনকারীকে যেকোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস করতে হবে। এর পাশাপাশি কম্পিউটারে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। এর সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশনে এক বছরের ডিপ্লোমা কোর্স করতে হবে। এছাড়াও এই চাকরির ক্ষেত্রে প্রার্থীকে সংশ্লিষ্ট জেলার বাসিন্দা হতে হবে।

বয়সসীমা :

এই পদে আবেদনের জন্য আগ্রহী প্রার্থীর বয়স ১৮ থেকে ৩৭ বছরের মধ্যে হতে হবে।

বেতন :

প্রতি মাসে বেতন মিলবে ১১ হাজার টাকা।

আবেদন পদ্ধতি :

আগ্রহী প্রার্থীদের অফলাইনে করতে হবে আবেদন। আবেদন পত্র ডাউনলোড করে তা পূরণ করে নির্দিষ্ট ঠিকানায় প্রয়োজনীয় নথিপত্র সহ তা পাঠিয়ে দিতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা :

The Block Development Officer, Kranti Development Block, Uttar Saripakuri, Kranti, Jalpaiguri-735218

আবেদনের শেষ তারিখ :

১০ অগাস্ট অবধি করা যাবে আবেদন।

নিয়োগ পদ্ধতি :

কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীকে বেছে নেওয়া হবে।

বিস্তারিত জানতে ক্লিক করুন

অফিসিয়াল ওয়েবসাইট – https://jalpaiguri.gov.in/