Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ITBP Jobs : ITBP-তে কনস্টেবল নিয়োগ, মাস গেলে বেতন কয়েক হাজার টাকা

ITBP Jobs : ITBP তে রাজমিস্ত্রি, ছুতোর নিয়োগ করা হচ্ছে। ইচ্ছুক আবেদনকারীরা সাইটে গিয়ে আবেদন করতে পারেন।

ITBP Jobs : ITBP-তে কনস্টেবল নিয়োগ, মাস গেলে বেতন কয়েক হাজার টাকা
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Sep 22, 2022 | 3:03 AM

সরকারি চাকরির স্বপ্ন কে না দেখেন? প্রায় সকলেই কেন্দ্রীয় সরকারের অধীনে মোটা মাইনের চাকরির দিকে তাকিয়ে থাকেন। এবার সেইসব চাকরি প্রার্থীদের জন্য সেই সুযোগ এসেও গেল। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে ইন্দো-টিবেটান বর্ডার পুলিশে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত জেনে নিন।

নিয়োগকারী সংস্থা :

ইন্দো টিবেটান বর্ডার পুলিশ (Indo Tibetan Border Police)

পদের নাম :

কনস্টেবল পদে নিয়োগ করা হবে। ভিন্ন ভিন্ন পদের বিষয়ে বিস্তারিত জানতে ক্লিক করুন।

শিক্ষাগত যোগ্যতা :

দশম শ্রেণি পাস করতে হবে আবেদনকারীকে। এর পাশাপাশি রাজমিস্ত্রি বা ছুতোর বা প্লাম্বারে আইটিআই করা থাকতে হবে।

বয়সসীমা :

২০২২ সালের ১৭ সেপ্টেম্বর অনুযায়ী প্রার্থীর বয়স ১৮ থেকে ২৩ বছরের মধ্যে হতে হবে।

বেতন :

লেভেল ৩ অনুযায়ী মাস গেলে বেতন মিলবে ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা।

আবেদন মূল্য :

জেনারেল, ওবিসি ও আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণির প্রার্থীদের ১০০ টাকা করে দিতে হবে। তফসিলি জাতি ও উপজাতিদের কোনও আবেদন মূল্য দিতে হবে না।

নির্বাচনের পদ্ধতি :

শারীরিক ক্ষমতা পরীক্ষা, শারীরিক স্ট্যান্ডার্ড পরীক্ষা, লিখিত পরীক্ষা, দক্ষতা পরীক্ষা ও মেডিক্যাল পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীকে বেছে নেওয়া হবে।

নিয়োগ সংক্রান্ত বিস্তারিত জানতে ক্লিক করুন –