REC Limited Recruitment: লিখতে ভালবাসেন? সোশ্যাল মিডিয়ায় দক্ষ? তবে দারুণ চাকরির সুযোগ দিচ্ছে কেন্দ্রীয় সরকার
REC Limited Recruitment: রুরাল ইলেকট্রিফিকেশন কর্পোরেশন লিমিটেডের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে মোট ১২টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। আগ্রহী আবেদনকারীরা সরাসরি আরইসি ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট recindia.nic.in-এ গিয়ে আবেদন করতে পারেন।

নয়া দিল্লি: রুরাল ইলেকট্রিফিকেশন কর্পোরেশন লিমিটেড দিচ্ছে চাকরির দারুণ সুযোগ। যারা লেখালেখি করতে ভালবাসেন, তাদের জন্য সুবর্ণ সুযোগ। আরইসি লিমিটেডের তরফে প্রকাশ করা হল কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। কনটেন্ট রাইটার সহ একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
রুরাল ইলেকট্রিফিকেশন কর্পোরেশন লিমিটেডের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে মোট ১২টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। আগ্রহী আবেদনকারীরা সরাসরি আরইসি ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট recindia.nic.in-এ গিয়ে আবেদন করতে পারেন।
আবেদনের শেষ তারিখ-
ইতিমধ্যেই এই শূন্য়পদে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এই শূন্যপদে আবেদনের শেষ তারিখ ১৫ সেপ্টেম্বর।
শূন্যপদ-
কনসালটেন্ট (পাবলিক রিলেশন)- ১টি শূন্য়পদে কর্মী নিয়োগ করা হবে।
টিম লিড (সোশ্যাল মিডিয়া)- ১টি শূন্য়পদে কর্মী নিয়োগ করা হবে।
ক্রিয়েটিভ হেড/সিনিয়র ডিজাইনার- ১টি শূন্য়পদে কর্মী নিয়োগ করা হবে।
সোশ্য়াল মিডিয়া এগজেকিউটিভ- ১টি শূন্য়পদে কর্মী নিয়োগ করা হবে।
পাবলিক রিলেশন এগজেকিউটিভ- ১টি শূন্য়পদে কর্মী নিয়োগ করা হবে।
গ্রাফিক ডিজাইনার- ৩টি শূন্য়পদে কর্মী নিয়োগ করা হবে।
ভিডিয়ো এডিটর- ২টি শূন্য়পদে কর্মী নিয়োগ করা হবে।
কনটেন্ট রাইটার- ২টি শূন্য়পদে কর্মী নিয়োগ করা হবে।
নির্বাচন পদ্ধতি-
প্রথমে আবেদনকারীদের শর্টলিস্টিং ও পরে ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বাছাই করা হবে।
আবেদন ফি-
এই শূন্য়পদে আবেদনের জন্য় ৫০০ টাকা আবেদন ফি জমা দিতে হবে। এই আবেদন ফি অ-ফেরতযোগ্য। তবে জনজাতি, উপজাতি, বিশেষভাবে সক্ষম ও অবসরপ্রাপ্তদের কোনও আবেদন ফি জমা দিতে হবে না।
