SSC GD Constable 2023: দশম পাশেই বিএসএফ, সিআরএফ-এ নিয়োগ করা হবে, দেখুন বিজ্ঞপ্তি

SSC Recruitment 2023: স্টাফ সিলেকশন কমিশন কনস্টেবল জিডি নিয়োগ ২০২৩-এর জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী (CISF), NIA, SSF এবং রাইফেলম্যান (জিডি) এর আবেদন প্রক্রিয়া ২৪ নভেম্বর, ২০২৩ থেকে শুরু হবে। প্রার্থীরা এসএসসি-র অফিসিয়াল ওয়েবসাইট ssc.nic.in -এর মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারেন।

SSC GD Constable 2023: দশম পাশেই বিএসএফ, সিআরএফ-এ নিয়োগ করা হবে, দেখুন বিজ্ঞপ্তি
প্রতীকী ছবি।
Follow Us:
| Edited By: | Updated on: Nov 21, 2023 | 12:33 AM

নয়া দিল্লি: স্টাফ সিলেকশন কমিশন (SSC) কনস্টেবল জিডি নিয়োগ ২০২৩-এর জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে, কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী (CISF), NIA, SSF এবং রাইফেলম্যান (জিডি) এর আবেদন প্রক্রিয়া ২৪ নভেম্বর, ২০২৩ থেকে শুরু হবে। প্রার্থীরা এসএসসি-র অফিসিয়াল ওয়েবসাইট ssc.nic.in -এর মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারেন। রেজিস্ট্রেশনের পর আবেদন ফি প্রদানের শেষ তারিখ ২৮ ডিসেম্বর, ২০২৩।

কেন্দ্রীয় বাহিনীর বিভিন্ন পদে নিয়োগের জন্য পরীক্ষা আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে। পরীক্ষাটি হিন্দি এবং ইংরেজি ভাষায় CBT মোডে পরিচালিত হবে। CBT পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য .৫০ নম্বর কাটা হবে।

শূন্যপদ

BSF – ২৭,৮৭৫টি পদ CISF – ৮,৫৯৮টি পদ CRPF – ২৫,৪২৭টি পদ SSB – ৫,২৭৮টি পদ ITBP -৩,০০৬টি পদ AR- ৪,৭৭৬টি পদ SSF – ৫৮৩টি পদ NIA – ২২৫টি পদ

শিক্ষাগত যোগ্যতা

যে কোনও স্বীকৃত বোর্ড থেকে দশম পরীক্ষায় উত্তীর্ণ যুবকরা কেন্দ্রীয় বাহিনীর কনস্টেবল জিডি পদের জন্য আবেদন করতে পারেন। আরও তথ্যের জন্য আপনি জারি করা বিজ্ঞপ্তি চেক করতে পারেন।

বয়সসীমা

আবেদনকারীদের বয়স ১ অগাস্ট, ২০২৩ -এ ১৮ বছর থেকে ২৩ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত বিভাগের প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমায় ছাড় রয়েছে।

আবেদন ফি

এসএসসি জিডি কনস্টেবল নিয়োগ ২০২৩ পরীক্ষার জন্য আবেদন ফি ১০০ টাকা। মহিলা প্রার্থী এবং তফসিলি জাতি (এসসি), তফসিলি উপজাতি (এসটি) এবং প্রাক্তন সৈনিক (ইএসএম) এর প্রার্থীদের ফি লাগবে না।

এভাবে আবেদন করুন

১) প্রার্থীরা প্রথমে SSC ssc.nic.in-এর অফিসিয়াল ওয়েবসাইটে যান। ২) হোম পেজে দেওয়া লগ ইন ট্যাবে ক্লিক করুন এবং রেজিস্ট্রেশন করুন। ৩) এবার সংশ্লিষ্ট পদে নিয়োগের জন্য আবেদনপত্র পূরণ করুন। ৪) আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় নথি আপলোড করুন। ৫) অনলাইনে আবেদন ফি জমা দিন। ৬) এবার আবেদনপত্রটি জমা দিন।

নির্বাচন প্রক্রিয়া

সিবিটি পরীক্ষা এবং অন্যান্য পরীক্ষার মাধ্যমে আবেদনকারীদের বাছাই করা হবে। পরীক্ষায় সফল প্রার্থীদের PET-এর জন্য ডাকা হবে। সিবিটি পরীক্ষার জন্য সমস্ত সফল আবেদনকারীদের কমিশন কর্তৃক অ্যাডমিট কার্ড দেওয়া হবে। নির্বাচন প্রক্রিয়ায় সফল প্রার্থীদের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ), সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ), সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ), ইন্দো-তিব্বত বর্ডার পুলিশ ইত্যাদিতে কনস্টেবল (জেনারেল ডিউটি) পদে নিয়োগ দেওয়া হবে।