Indian Army Recruitment: H.S. পাশ করেই সেনায় যোগ দিতে চান? কী ভাবে হয় নিয়োগ? জানুন সবটা
Indian Army Recruitment: ক্লাস ১২ পাশ করার পর ভারতীয় সেনাবাহিনীতে (Indian Army) যোগ দেওয়ার অন্যতম সহজ ও জনপ্রিয় উপায় হলো NDA (National Defence Academy) পরীক্ষার মাধ্যমে। এছাড়াও কিছু টেকনিক্যাল ও নন-টেকনিক্যাল এন্ট্রি রয়েছে। এখানে রইল সেই হদিস।

বড় হয়ে অনেকেই দেশের কাজে নিজেকে নিয়োগ করতে চান। চান সেনায় চাকরি করতে। কিন্তু কি ভাবে তা হবে? তা জানেন না অনেকেই।
ক্লাস ১২ পাশ করার পর ভারতীয় সেনাবাহিনীতে (Indian Army) যোগ দেওয়ার অন্যতম সহজ ও জনপ্রিয় উপায় হলো NDA (National Defence Academy) পরীক্ষার মাধ্যমে। এছাড়াও কিছু টেকনিক্যাল ও নন-টেকনিক্যাল এন্ট্রি রয়েছে। এখানে রইল সেই হদিস।
১. NDA (National Defence Academy) Exam –
পরীক্ষা পরিচালনা করে: UPSC (Union Public Service Commission)
যোগ্যতা:
বয়স: ১৬.৫ থেকে ১৯.৫ বছরের মধ্যে
শিক্ষাগত যোগ্যতা:
আর্মি উইং-এর জন্য: যে কোনো বিষয়ের ওপর ১২ পাশ
নেভি ও এয়ারফোর্স-এর জন্য: পদার্থবিদ্যা ও গণিতসহ ১২ পাশ
পরীক্ষার ধাপ:
লিখিত পরীক্ষা – গণিত ও জেনারেল অ্যাবিলিটি টেস্ট
SSB ইন্টারভিউ – ৫ দিনের মনস্তাত্ত্বিক, শারীরিক ও নেতৃত্ব মূল্যায়ন
মেডিক্যাল পরীক্ষা – নির্দিষ্ট শারীরিক মানদণ্ড অনুযায়ী
NDA পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আপনি NDA, Pune-এ তিন বছরের ট্রেনিং পান এবং পরে সেনাবাহিনী, নৌবাহিনী বা বিমানবাহিনীতে কমিশনড অফিসার হিসেবে নিয়োগ পান।
২. Technical Entry Scheme (TES) – শুধু পুরুষ প্রার্থীদের জন্য
যোগ্যতা:
১২-তে পদার্থবিদ্যা, রসায়ন, গণিত (PCM) থাকতে হবে
ন্যূনতম ৬০% নম্বর
JEE Mains স্কোর বাধ্যতামূলক
প্রক্রিয়া:
কোনো লিখিত পরীক্ষা নেই
যোগ্য প্রার্থীদের SSB ইন্টারভিউ-তে ডাকা হয়
নির্বাচিতদের ৫ বছরের বিএসসি ও ইঞ্জিনিয়ারিং ট্রেনিং দেওয়া হয়
৩. Other Non-Officer Entries (সৈনিক পদে যোগ)
যদি আপনি অফিসার হিসেবে না, সৈনিক হিসেবে যোগ দিতে চান, তাহলে আপনি Army Soldier GD, Technical, Clerk ইত্যাদি পদে যোগ দিতে পারেন। এর জন্য আলাদাভাবে সেনাবাহিনীর ওয়েবসাইটে আবেদন করতে হয় এবং শারীরিক, লিখিত ও মেডিক্যাল পরীক্ষা দিতে হয়।
