West Bengal Job: মাধ্যমিক পাশে চাকরি পৌরসভায়, জানুন কীভাবে করবেন আবেদন
এই পদে একমাত্র মহিলা প্রার্থীরাই আবেদন করতে পারবেন। যারা আবেদন করবেন তাদের হয় বিবাহিত, ডিভোর্সি বা বিধবা হতে হবে। কোনও অবিবাহিত প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন না।
কলকাতা: যারা মাধ্যমিক পাশ করে চাকরির আশায় দিন গুনছেন তাদের জন্য সুখবর। সম্প্রতি প্রকাশিত হয়েছে রাজ্যের পৌরসভায় স্বাস্থ্যকর্মী নিয়োগের বিজ্ঞাপন। প্রার্থীরা শুধুমাত্র মাধ্যমিক পাশ করে থাকলেই এই পদে আবেদন করতে পারবেন। যদিও উচ্চ শিক্ষিতরাও আবেদন করার যোগ্য বলে বিবেচিত হবেন। তবে পুরুষরা নয়, কেবলমাত্র মহিলা প্রার্থীরাই এই পদে আবেদন করতে পারবেন।
পদের নাম, শূন্য পদ, শিক্ষাগত যোগ্যতা, বেতন
পদের নাম: অনারারি হেলথ ওয়ার্কার (Honorary Health Worker [HHW]) বা হেলথ ওয়ার্কার। মোট শূন্য পদের সংখ্যা ১৭০টি।
আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ। তবে এই পদে একমাত্র মহিলা প্রার্থীরাই আবেদন করতে পারবেন। যারা আবেদন করবেন তাদের হয় বিবাহিত, ডিভোর্সি বা বিধবা হতে হবে। কোনও অবিবাহিত প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন না।
এই পদে আবেদনকারী প্রার্থীর বয়স ০১/০১/০২১ তারিখের মধ্যে ৩০ থেকে ৪০ বছর হতে হবে। তবে সংরক্ষিত প্রার্থীদের বয়স হতে হবে ২২ থেকে ৪০ বছর।
এই পদে নির্বাচিত প্রার্থীর বেতন প্রতি মাসে ৪,৫০০ টাকা।
আবেদন পদ্ধতি, আবেদনের সময়সীমা
এই পদের জন্য প্রার্থীদের অফলাইনে আবেদন করতে হবে। আবেদনকারীদের WWW.panihatimunicipality.in ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র ডাউনলোড করে নিতে হবে। আবেদনপত্রের সঙ্গে প্রার্থীকে বয়সের প্রমাণপত্র, মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট, সংরক্ষিত প্রার্থীদের জাতি প্রমাণপত্র, সেল্ফ অ্যাটেস্টেড ম্যারেজ সার্টিফিকেট/ভোটার কার্ড/রেশন কার্ড/ আধার কার্ড এবং বিধবা প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর মৃত্যুর সার্টিফকেট জমা দিতে হবে। আবেদন করার শেষ তারিখ আগামী ২৬ অক্টোবর ২০২১।
নির্বাচন পদ্ধতি, নিয়োগের এবং আবেদনের স্থান,আবেদনের শেষ তারিখ
প্রার্থী নির্বাচিত করা হবে মাধ্যমিকে প্রাপ্ত নম্বর এবং ইন্টারভিউর মাধ্যমে। বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতি ১টি শূন্য পদের জন্য ১০জন করে প্রার্থীকে ডাকা হবে ইন্টারভিউয়ের জন্য। প্রার্থী নির্বাচিত করা হবে মাধ্যমিকে প্রাপ্ত নম্বরের উপর ৯০ শতাংশ (Weightage) এবং ইন্টারভিউতে ১০ শতাংশ(Weightage) এর উপর নির্ভর করে।
প্রার্থী নিয়োগ করা হবে পানিহাটি পৌরসভায়। ফলত আবেদনকারীদের সংশ্লিষ্ট পৌরসভার স্থায়ী বাসিন্দা হতে হবে। প্রথমে নির্বাচিত প্রার্থীকে এক বছরের চুক্তি ভিত্তক নিয়োগ করা হবে, পরে প্রার্থী কাজের উপর নির্ভর করে বাড়ানো হতে পারে চুক্তির সময়সীমা।
আবেদনকারীকে সঠিকভাবে আবেদনপত্র পূরণ করে তার সঙ্গে প্রয়োজনীয় সমস্ত নথী সংযুক্ত করে সংশ্লিষ্ট পৌরসভার নির্দিষ্ট ড্রপবক্সে জমা দিতে হবে। তবে আবেদন ডাকযোগে পাঠালে তা গৃহীত হবে না। আবেদন করার শেষ তারিখ আগামী ২৬ অক্টোবর ২০২১ বিকেল ৫টা।
আরও পড়ুন: West Bengal Job: মাধ্যমিক পাশে ফোর্ট উইলিয়ামে গ্রুপ-ডি কর্মী নিয়োগ, জানুন কীভাবে করবেন আবেদন