West Bengal Job: মাধ্যমিক পাশে ফোর্ট উইলিয়ামে গ্রুপ-ডি কর্মী নিয়োগ, জানুন কীভাবে করবেন আবেদন

West Bengal Job: সম্প্রতি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ভারত সরকারের ইস্টার্ন কমান্ড সিগন্যাল রেজিমেন্টের (Kolkata Eastern Command Signal Regiment Group-D Recruitment) বিভিন্ন বিভাগে গ্রুপ-ডি পদে কর্মী নিয়োগের। এই নিয়োগ হবে কলকাতার ফোর্ট উইলিয়ামে। প্রার্থীরা মাধ্যমিক পাশ হলেই এই পদে আবেদন করতে পারবেন।

West Bengal Job: মাধ্যমিক পাশে ফোর্ট উইলিয়ামে গ্রুপ-ডি কর্মী নিয়োগ, জানুন কীভাবে করবেন আবেদন
Follow Us:
| Edited By: | Updated on: Sep 29, 2021 | 6:21 PM

কলকাতা: মাধ্যমিক পাশে এবার সরকারি চাকরির সুযোগ। সম্প্রতি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ভারত সরকারের ইস্টার্ন কমান্ড সিগন্যাল রেজিমেন্টের (Kolkata Eastern Command Signal Regiment Group-D Recruitment) বিভিন্ন বিভাগে গ্রুপ-ডি পদে কর্মী নিয়োগের। এই নিয়োগ হবে কলকাতার ফোর্ট উইলিয়ামে। প্রার্থীরা মাধ্যমিক পাশ হলেই এই পদে আবেদন করতে পারবেন।

পদের নাম, শিক্ষাগত যোগ্যতা, বেতন

ইস্টার্ন কমান্ড সিগন্যাল রেজিমেন্টে রান্নার কাজে ২টি শূন্য পদ রয়েছে। এই পদে আবেদনকারীর মাধ্যমিক পাশের পাশাপাশি এই কাজে অন্তত দু বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নির্বাচিত প্রার্থী প্রতি মাসে ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা পর্যন্ত বেতন পাবেন।

পদের নাম, শিক্ষাগত যোগ্যতা, বেতন

ওয়াশারম্যান পদে মোট শূন্য পদের সংখ্যা ৩টি। এই পদের প্রার্থীকে মাধ্যমিক পাশের সঙ্গে সংশ্লিষ্ট পদে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। নির্বাচিত প্রার্থীর প্রতি মাসের বেতন ১৮,০০০ টাকা থেকে ৫৬,৯০০ টাকা।

পদের নাম, শিক্ষাগত যোগ্যতা, বেতন

বারবার (নাপিত) পদে মোট শূন্য পদের সংখ্যা ২টি। এই পদের প্রার্থীকে মাধ্যমিক পাশের সঙ্গে সংশ্লিষ্ট পদে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। নির্বাচিত প্রার্থী প্রতি মাসে বেতন হিসেবে পাবেন ১৮,০০০ টাকা থেকে ৫৬,৯০০ টাকা।

পদের নাম, শিক্ষাগত যোগ্যতা, বেতন

সুইপার পদে মোট শূন্য পদের সংখ্যা ২টি। মাধ্যমিক পাশের পাশাপাশি প্রার্থীর এই পদে কাজের অভিজ্ঞতা প্রয়োজন। নির্বাচিত প্রার্থীর প্রতি মাসের বেতন ১৮,০০০ টাকা থেকে ৫৬,৯০০ টাকা।

পদের নাম, শিক্ষাগত যোগ্যতা, বেতন

মেসেঞ্জার পদে মোট শূন্য পদের সংখ্যা ১টি। এই পদে আবেদনকারী ব্যক্তিকে মাধ্যমিক পাশের পাশাপাশি কম্পিউটারে ডিপ্লোমা, এবং কম্পিউটার টাইপিং টেস্টে কুশলি হতে হবে। এই পদে প্রতি মাসে বেতন ১৮,০০০ টাকা থেকে ৫৬,৯০০ টাকা।

বয়স, আবেদন পদ্ধতি

এই পদগুলিতে আবেদন করার জন্য প্রার্থীর বয়স ০১/০৯/২০২১ তারিখের মধ্যে ১৮ থেকে ২৫ বছর বয়সী হতে হবে। তবে সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম মেনে বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন।

এই পদে প্রার্থীদের অফলাইনে আবেদন করতে হবে। প্রার্থীকে আবেদন করার জন্য আবেদনপত্রের সঙ্গে শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, মার্কশিট এবং ৫ কপি ছবি সেলফ অ্যাটেস্টড করে সাধারণ পোষ্ট অথবা স্পিড পোষ্টে পাঠাতে হবে। আবেদন পাঠানোর ঠিকানা – Commanding Officer, ECSR, Fort William, kolkata-700021।

আবেদন ফি, আবেদন করার সময়সীমা, লিখিত পরীক্ষার সিলেবাস

প্রত্যেক প্রার্থীকে আবেদনের জন্য ১০০ টাকা ফি দিতে হবে। আবেদন করার সময়সীমা বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকে ৩০ দিন। প্রার্থী নির্বাচন লিখিত এবং প্র্যাকটিক্যাল পরীক্ষার মাধ্যমে করা হবে। লিখিত পরীক্ষার সিলেবাস – ১. জেনারেল অ্যাওয়ারনেস (General Awareness)- ২৫ নম্বর, ২. জেনারেল ইংলিশ (General English)- ২৫ নম্বর, ৩. নিউম্যারিক্যাল অ্যাপ্টিটিউড (Numerical Aptitude) – ২৫ নম্বর, ৪. জেনারেল ইন্টেলিজেন্স রিসোনিং (General Intelligence Reasoning -২৫ নম্বর।

আরও পড়ুন: Trina Saha: বৃষ্টির দিনে ‘পোহা’ খেতে চাইলেন সৌজন্যর গুনগুন, নেচে জানালেন মনের ইচ্ছে?