
ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে বাণিজ্য সম্মেলন হচ্ছে। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে আয়োজিত হবে এই বাণিজ্য সম্মেলন হবে। একই সঙ্গে পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কে বড়দিনের উৎসবের সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি নজর থাকবে যুবভারতী-কাণ্ডের দিকেও। এ দিকে, গতকাল অর্থাৎ বুধবার নিউটাউনে আগুন লেগেছিল। তা নিয়ে ফের নতুন করে তৃণমূব-বিজেপির টানাটানি চলছে। সারাদিন কী কী ঘটে নজর থাকবে লাইভে।
কলকাতায় হচ্ছে প্রথম বিজনেস কনক্লেভ। বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের বদলে এ বছরে প্রথম এ ধরনের কনক্লেভ অনুষ্ঠিত হচ্ছে। সূত্রের খবর, ধনধান্য স্টেডিয়ামে অনুষ্ঠিত এই কনক্লেভে থাকছেন হর্ষ নেওটিয়া, সঞ্জীব পুরি, সঞ্জীব গোয়েঙ্কা, রুদ্র চট্টোপাধ্যায়, সঞ্জয় বুধিয়া, উমেশ চৌধুরীর মত শিল্পপতিরা। নবান্ন সূত্রে খবর, কনক্লেভে থাকার কথা জিন্দল গোষ্ঠীর কর্ণধার সজ্জন জিন্দালের ছেলে পার্থ জিন্দালের। থাকবেন রিলায়েন্স গোষ্ঠীর প্রতিনিধিও।
বিস্তারিত পড়ুন: CM Mamata Banerjee: বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের বদলে এবারই প্রথম বিজনেস কনক্লেভ, জোর কোন কোন ক্ষেত্রে?
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, “২৬৫০০ কোটি টাকা আমরা বিনিয়োগ করেছি গত ১৫ বছরে। এটা সম্ভব হয়েছে মুখ্যমন্ত্রীর জন্য। আমি আরও বিনিয়োগ করব ৫০০০ মেগাওয়াট ব্যাটারি স্টোরেজ ১২০০০ কোটি টাকার প্রকল্প যা দেশের প্রথম হতে চলেছে যেটি এ রাজ্যে আমরা করতে চলেছি।”
ধনধান্য স্টেডিয়ামে বসল আসর
বিস্তারিত পড়ুন: IPS Rajib Kumar: ২৪ ঘণ্টার মধ্যেই শোকজের উত্তর দিলেন রাজীব সহ ২ জন, যুবভারতী-কাণ্ডের কী জবাব এল?
বুধবার নিউটাউন ঘুনি বস্তিতে সন্ধ্যে সাড়ে ছটা থেকে সাতটার আগুন লাগে। এলাকাবাসী বলছেন, এই বস্তি কয়েকদিন আগে শিরোনামে এসেছিল। বলা হয়, বাংলাদেশ থেকে বেআইনিভাবে আসা মানুষজন এই বস্তিতে থাকতেন। স্থানীয়দের দাবি, মূলত, এসআইয়ের শুরুর ১৫ দিন আগেই এই বস্তি ফাঁকা হয়ে যায়।