
কলকাতা: একদিকে এসআইআর প্রক্রিয়া। অন্যদিকে, ভোটের আবহ। রাজনীতির পারদ ক্রমশ চড়ছে ভোটমুখী বাংলায়। হিয়ারিংয়ে ভোটারদের হয়রানির অভিযোগ তুলে সরব হয়েছে তৃণমূল। জবাব দিচ্ছে গেরুয়া শিবিরও। অন্যদিকে, আসন্ন নির্বাচনে কারা কত আসন পাবে, তা নিয়েও তৃণমূল ও বিজেপি নিজেদের সংখ্যা বলছে। রীতিমতো ভোট ময়দানে নেমে পড়েছেন নেতা-নেত্রীরা। শনিবার আলিপুরদুয়ারে সভা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভা নন্দীগ্রামে। দিনভর রাজ্যে ঘটনার ঘনঘটা। প্রতি মুহূ্র্তের খবর পান টিভি৯ বাংলায়।
দীর্ঘদিন দেশের জন্য কাজ করেছেন। অথচ সেই জওয়ানেরই মায়ের নাম ঠাঁই পেল না এসআইআর-এ (SIR) । জীবিত থাকা অবস্থায় মৃত ভোটারের তালিকায় নাম উঠল মায়া দাসের। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মহেশতলা পুরসভার দু নম্বর ওয়ার্ড।
বিস্তারিত পড়ুন: Voter Card: ছেলে রয়েছেন এয়ারফোর্সে, জীবিত অবস্থাতেও তাঁরই মায়ের ঠাঁই হল মৃতের তালিকায়
বিজেপির সাংসদ আর সাপের মধ্যে কোনও তফাৎ নেই। যতই দুধ খাওয়ান, সাপ সুযোগ পেলে আপনাকেই কাটবে। এবার আর কোনও সাপকে জায়গা দেবেন না: অভিষেক।
এবার তৃণমূলকে জেতান। যদি দেখেন জিতিয়ে কোনও লাভ হচ্ছে না, তাহলে পরেরবার সরিয়ে দেবেন: অভিষেক।
বিজেপির ভয়ঙ্কর জেদ আছে, আমার জেদ তার থেকেও বেশি। ওদের শিক্ষা দেওয়ার সময় এসে গিয়েছে: অভিষেক।
বিজেপির লোকেরা বাড়িতে আসবে। ওদের বলবেন , ভোট এবার ওদের দেবেন। কিন্তু ভোটার দিন উল্টো করে দেবেন। ওরা ভাববে ম্যাজিক কী করে হল! জ্ঞানেশ কুমার যদি ভূত বানাতে পারে আপনারাও পারবেন জবাব দিতে: অভিষেক।