
কলকাতা: তিনি রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি। তাঁর নেতৃত্বেই কার্যত এ রাজ্যে বিজেপির উত্থান। কিন্তু, গত কয়েকমাসে নানা ঘটনায় দলের সঙ্গে দূরত্ব বেড়েছিল তাঁর। অবশেষে অমিত শাহর সঙ্গে বৈঠকের পর ফের স্বমহিমায় দিলীপ ঘোষ। বঙ্গ বিজেপিতে দিলীপের গুরুত্ব যে বাড়ছে, নতুন এক সিদ্ধান্তে তা ফের বুঝিয়ে দিলেন বঙ্গ বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপের জন্য সল্টলেকে বিজেপি দফতরে একটি ঘর বরাদ্দ করলেন বর্তমান রাজ্য সভাপতি।
দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনের দিনই সস্ত্রীক দিলীপ ঘোষের যাওয়া এবং সেখানে মুখ্য়মন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়েছিল। দিলীপের ওই সিদ্ধান্তের বিরোধিতা করে একাধিক নেতা সরব হয়েছিলেন। তারপর থেকে বিজেপির বড় কোনও কর্মসূচিতে দেখা যায়নি রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতিকে। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাংলা সফরে বুধবার ডাক পান দিলীপ। শাহের সঙ্গে বৈঠকের পর ফের স্বমহিমায় দেখা যাচ্ছে দিলীপকে।
দিলীপ ঘোষ বলছেন, অমিত শাহর নির্দেশে কাজে ঝাঁপিয়ে পড়েছেন তিনি। আর দিলীপের স্বমহিমায় ফেরা নিয়ে কী বলছেন শমীক? দিলীপের দলবদল নিয়ে যখন জল্পনা বেড়েছিল, তখন শমীক বলেছিলেন, “উনি কোথায় গিয়েছেন যে ফিরে আসবেন।দিলীপ ঘোষ বিজেপিতে ছিলেন, আছেন এবং থাকবেন। দিলীপ ঘোষকে নিয়ে যা সিদ্ধান্ত নেওয়ার দল নেবে। দিলীপ ঘোষকে যেখানে কাজে লাগানোর কথা, সেখানে তিনি যাবেন। দিলীপ ঘোষ কোনও সেলেবেল কমোডিটি নয়।” আর এখন দিলীপের সেই পুরনো চেনা মেজাজে ফেরা নিয়ে শমীক বলছেন, “পাহাড় থেকে সাগরের মানুষ দিলীপ ঘোষকে স্বমহিমায় বা তাঁর চেনা মেজাজে দেখতে পাবে।” জগন্নাথ মন্দিরে যাওয়া বিতর্ক অতীত বলে মন্তব্য করে শমীক বলেন, “ক্লোজড চ্যাপ্টার। এগুলো অতীত। অতীত নিয়ে আমাদের কোনও বক্তব্য নেই। যা আছে, তা বর্তমান।”
দিলীপের সঙ্গে বৈঠকও করেছেন শমীক। এবার দিলীপের জন্য সল্টলেকে বিজেপি দফতরে ঘরের ব্যবস্থা করলেন রাজ্য বিজেপি সভাপতি। এতদিন সল্টলেকের দফতরে বিশেষ দেখা যায়নি দিলীপকে। শুক্রবারই দলের কর্মীদের নিয়ে এখানে বৈঠক করার কথা রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতির। জানুয়ারিতে রাজ্যজুড়ে বেশ কয়েকটি সভা করার কথা তাঁরা। সূত্রের খবর, ৬ থেকে ২০ জানুয়ারি বাংলার বিভিন্ন প্রান্তে ১৬টি সভা করতে পারেন দিলীপ।